By Tulika Samadder
Published 24 Dec, 2024
Hindustan Times
Bangla
২৪ বছরের ছোট, মেয়ের বন্ধুকে 'বিয়ে' অনিলের! লজ্জায় পড়ে গিয়েছিলেন সোনম
হেডলাইন পড়ে নিশ্চয়ই চমকে উঠেছেন? ভাবছেন মেয়ে সোনমের কোন বান্ধবীকে আবার বিয়ে করেছিলেন অনিল কাপুর?
এই বান্ধবী হলেন করিনা কাপুর। আর বিয়েটা হয়েছিল অনস্ক্রিনে। অর্থাৎ সিনেমায়। তবে সেটাও বেশ অস্বস্তিতে ফেলেছিল অনিল-কন্যাকে।
সেই সিনেমাটি হল ২০০৫ সালের সিনেমা 'বেবফা'! যেখানে করিনা কাপুরের বিপরীতে ছিলেন দুই নায়ক, অক্ষয় কুমার ও অনিল কাপুর।
ছবিতে দেখানো হয়েছিল যে, করিনার প্রেম অক্ষয়কের সঙ্গে। তবে হঠাৎই মারা যায় দিদি, দুই সদ্যোজাত সন্তানকে ফেলে। আর নিজের জামাইবাবুকে বিয়ে করে নেন করিনা।
আর 'বেবফা' সিনেমায় করিনার এই প্রেমিকের চরিত্রে ছিলেন অক্ষয়, আর জামাইবাবু থুরি বর হয়েছলেন, অনিল কাপুর।
একবার কফি উইথ করণে এসে সোনম বলেছিলেন, অনিলের বেবফা সিনেমা তাঁকে বেশ অস্বস্তিতে ফেলে।
বান্ধবীর সঙ্গে বাবার বিয়ে দেখেই কেমন লাগছিল তাঁর! যতই তা রুপোলি পর্দার জন্য হোক না কেন।
তবে বেবফা সিনেমায় অসম বয়সের দাম্পত্যই দেখানো হয়েছিল। যেখানে স্বামী-স্ত্রীর বয়সের পার্থক্য ছিল ২৪ বছর।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন
caco88