‘অল আইজ অন রাফাহ’- দিয়া মির্জা থেকে সামান্থা, যে যে ভারতীয় সেলেবরা প্যালেস্টাইনের ঘটনায় জানিয়েছেন সমবেদনা। একাধিক রিপোর্ট অনুযায়ী, ইজরায়েলের এয়ার স্ট্রাইকে রাফার দক্ষিণের একটি শিবিরে আগুন লেগে যায়। তার জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ৪৫ জনের। যে শিবিরে গৃহহীন প্যালেস্তাইনিরা থাকতেন বলে একাধিক রিপোর্টে জানানো হয়েছে।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলার কথা স্বীকার করে বলেন, এটি একটি দু:খজনক ভুল। গাজায় ইজরায়েলের হামলাকে আন্তর্জাতিক স্তর থেকে ধিক্কার জানানো হয়েছে। ভারতীয় সেলেবরা তাঁদের ক্ষোভ প্রকাশ করেছেন
হামলায় ক্ষুব্ধ হয়ে সামান্থা রূথ প্রভু যুদ্ধ বিরতির আহবান জানিয়ে পোস্টগুলি রিশেয়ারের মধ্যমে তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন।
স্বরা ভাস্কর প্যালেস্টাইন আন্দোলনকে সমর্থন করে বিক্ষোভ জানিয়েছিলেন। রাফাহ হামলায় ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছেন ‘এটি একটি জাতি সমস্যা এটি একটি বর্ণসমস্যা, এটি একটি ঔপনিবেশিকতার সমস্যা’
দিয়া মির্জা ইনস্টাগ্রাম স্টোরিতে ফিলিপিন পন্থী একটি পোস্ট রিশেয়ার করেন। তিনি ‘অল অল আইজ অন রাফাহ’ পোস্টটিও শেয়ার করেন
গওহর খান রাফাহ আক্রমণ প্রসঙ্গে পোস্টের একটি সিরিজ পুনরায় শেয়ার করে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেন। তাতে লেখা আছে ‘ আজ রাতে গাজায় মায়েরা তাঁদের সন্তানদের নিয়ে আবার ঘুমিয়ে পড়বে, আমরা প্রার্থনা করব তারা যেন আবার জেগে ওঠে’
দঙ্গল অভিনেত্রী ফতিমা সানা শেখ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘রাফাহতে শিশুদের শিরোচ্ছেদ করার একটি ভিডিয়ো দেখেছি, যা সত্যিই অস্বস্তিকর। মনে হচ্ছে কখন এটি শেষ হবে?’
রাধিকা আপ্তে ইনস্টাগ্রাম স্টোরিতে রাফাহ হামলার ভিডিয়ো শেয়ার করেন।
অভিনেত্রী ও মডেল অ্যামি জ্যাকসন এই ঘটনায় সমবেদনা জানিয়েছেন। পোস্টের ক্যাপশনে যুদ্ধবিরতির আহবান জানিয়েছেন তিনি