By Suman Roy
Published 6 Nov, 2024
Hindustan Times
Bangla
অল্প বয়সেই চুল পেকে যাচ্ছে? তাহলে একটি পাতা আপনার সমস্যার সমাধান করতে পারে।
কারও ক্ষেত্রে চুল পাকার মূলে রয়েছে পেটের সমস্যা। সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতেই হবে।
কিন্তু স্ট্রেস, ড্রায়ারের ব্যবহার, স্টাইলিং প্রোডাক্টের ব্যবহার, রোদে বেশি ঘোরাঘুরির কারণেও চুল পেকে যায়।
এটি সহজেই আটকানো যেতে পারে। একটি পাতা ব্যবহার করতে হবে সেক্ষেত্রে।
এটি হল কারি পাতা। এই পাতার গুণে পাকা চুল ফের কালো হতে পারে।
এছাড়াও নতুন চুলও গজায়। চুলের স্বাস্থ্যও ভালো থাকে কারি পাতা ব্যবহার করলে।
এ জন্য আপনাকে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে বানিয়ে ফেলতে হবে কারি পাতার মাস্ক।
আর সেই মাস্ক সপ্তাহে দু’দিন করে ব্যবহার করতে হবে।
তাহলেই পেয়ে যেতে পারেন স্বাস্থ্যকর চুল।
তবে চুলের আর কোনও সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন