হোয়াইট হেডসের সমস্যা, রাতারাতি সমাধান করুন এই ঘরোয়া পদ্ধতিতে
আমাদের ত্বকের রোমকূপে অহরহ জমছে তেল, ধুলো, মৃত ত্বকের কোষ। সেখান থেকে বেরতে থাকে হোয়াইট হেডস। মুখের সৌন্দর্যহানি ঘটায় হোয়াইট হেডস।
হোয়াইড হেডস-এর সমস্যা দূর করার সঙ্গে ত্বকেও বাড়তি লাবণ্য আনতে ব্যবহার করুন প্রাচীন এবং ভরসাযোগ্য এই ঘরোয়া পদ্ধতি।
হোয়াইড হেডস-এর সমস্যা দূর করতে হলুদ ও মধুর ফেসপ্যাক খুব উপকারি। কীভাবে তৈরি করে ব্যবহার করবেন-
আয়ুর্বেদে হলুদ হল একাধিক ঔষধিগুণযুক্ত গুপ্তধন! কয়েক শতাব্দী ধরে সৌন্দর্য বৃদ্ধিতে হলুদের ব্যবহার হয়ে আসছে। হলুদের প্রলেপে মুখের মৃতকোষ ঝরে যায়। এই ভেষজের রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ।
ত্বকে বাসা বেঁধে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়াও নষ্ট করে হলুদ। আবার মধু ও হলুদ একত্রে নিয়ে লেই তৈরি করে মুখে মাখলে হোয়াইট হেডস-এর সমস্যা তো মেটেই সঙ্গে মুখ হয় উজ্জ্বল।
১ চা চামচ মধুর সঙ্গে অর্ধেক চা চামচ হলুদগুঁড়ো মিশিয়ে মুখে মাখুন। ১৫ মিনিট পর ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে নিন। তবে প্রলেপ লাগানো অবস্থায় রোদে বেরবেন না