Hindustan Times
Bangla

মহাবশ কে? চাহাল-ধনশ্রী ডিভোর্সের মাঝে খবরে  এই RJ 

সদ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের সঙ্গে দেখা গিয়েছে আরজে মহাবশকে। চাহাল-ধনশ্রী ডিভোর্সের মাঝে বেশ চর্চায় রয়েছেন মহাবশ।

তথ্য বলছে, রেডিও জকি আরজে মহাবশ অভিনেত্রীও। এছাড়াও জানা যাচ্ছে, তিনি ফিল্ম প্রোডিউসারও।

MDBতে মহাবশের বায়োতে দেখা যাচ্ছে, তিনি কলেজের শেষ বছর থেকে রেডিও জকিং-র সঙ্গে যুক্ত।

বিভিন্ন কাজের মধ্যে কনটেন্ট ক্রিয়েশনের কাজেও তিনি যুক্ত।  ক্রিস গেইল, সুরেশ রায়না, ব্রেট লির সঙ্গেও তিনি কাজ করেছেন।

'বোল্ড অ্যান্ড বোওল্ড' নামে একটি শোও করেন মহাবশ। অ্যামাজন মিনি টিভি শোতে 'প্লে গ্রাউন্ড' সিজন ওয়ান-এ তিনি সঞ্চালিকা ছিলেন। 

'সেকশন ১০৮'র প্রযোজক আরজে মহাবশ। ছবিতে অভিনয় করেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।

২০২৪ সালে প্রথম ওয়েব সিরিজের লিড রোলে অভিনয়ের ঘোষণা করেন মহাবশ।

সেই ওয়েব কনটেন্ট অ্যামাজন মিনিটিভিতে দেখা যাবে। 

caco88