Hindustan Times
Bangla

কেন যে বাদ পড়লাম কে জানে! পৃথ্বীর গলায় একরাশ হতাশা ও অভিমান

পৃ্থ্বী বলেছেন, ‘যখন আমাকে (ভারতীয় দল থেকে) বাদ দেওয়া হয়েছিল, আমি কারণটি জানতাম না।’

তিনি আরও বলেন, ‘কেউ বলছিলেন যে এটি ফিটনেসের কারণে হতে পারে।’

ভারতীয় দলের ওপেনার বলেন, ‘অবশ্যই আমি এখানে (বেঙ্গালুরু) এসেছিলাম এবং এনসিএ-তে সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম।’

পৃ্থ্বী বলেছেন, ‘আবার রান করেছিলেন এবং আবার টি-টোয়েন্টি দলে ফিরে এসেছিলাম।’

তিনি বলেন, ‘কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আর সুযোগ পায়নি।’

পৃ্থ্বী শ বলেছেন, ‘আমি হতাশ কিন্তু আপনাকে কেবল এগিয়ে যেতে হবে।’ 

বোর্ডের সিদ্ধান্ত নিয়ে তিনি বলেন, ‘আমি কিছুই করতে পারি না, আমি নিজের কাজে ফোকাস করতে পারি।’

দল থেকে বাদ পড়া নিয়ে পৃথ্বী আরও বলেন যে, ‘আমি কারোর সঙ্গে ঝগড়া করি না।’

তিনি বলেন, ‘একজন ব্যক্তি হিসেবে আমি শুধু নিজের জায়গায় ঠিক থাকতে হবে, আমি সেটাই পছন্দ করি।’