Hindustan Times
Bangla

আজও গ্রামে মোরগের ডাকে ঘুম থেকে জেগে ওঠেন অনেকেই 

জানেন কেন ভোর হতেই মোরগ ডেকে ওঠে?

মোরগের শরীরে থাকে একটি জৈবিক ঘড়ি যাকে বলা হয় সার্কার্ডিয়ান রিদম

এই জৈবিক ঘড়ি মোরগের শরীরে ২৪ ঘন্টা চক্রে কাজ করে 

সূর্যোদয় হওয়ার সঙ্গে সঙ্গে এই ঘড়িটি সক্রিয় হয়ে ওঠে , যার ফলে মোরগ ডেকে ওঠে 

সূর্যোদয় হওয়ার সঙ্গে সঙ্গে আলোর পরিবর্তন বুঝতে পারে মোরগের সংবেদনশীল চোখ 

চোখ মস্তিষ্ককে জানান দিতেই ডেকে ওঠে মোরগ এবং জানান দেয় দিন শুরু হওয়ার