Hindustan Times
Bangla

শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা কেন সবুজ চুড়ি পরেন?

এ বছর শ্রাবণ মাস শুরু হয়েছে ৪ জুলাই থেকে। শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা সবুজ চুড়ি পরেন।

শ্রাবণে সর্বত্রই সবুজের সমারোহ। এ কারণে সবুজের সঙ্গে এ মাসের গভীর সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়।

সবুজকে প্রকৃতির রঙ হিসেবে মনে করা হয়। তাই শ্রাবণ মাসে সবুজ পরা শুভ বলে মনে করা হয়।

ভগবান শিব এবং প্রকৃতির মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। প্রকৃতি সম্পর্কিত জিনিস ভোলানাথের খুব প্রিয়।

হিমালয়ে বাস ভোলানাথের। তাঁর পুজোয় সবুজ বেলপত্র এবং দাতুরা নিবেদন করা হয়। গাঁজাও সবুজ। তাই শ্রাবণ মাসে সবুজ রঙের বিশেষ গুরুত্ব রয়েছে। 

সনাতন ধর্মে সবুজ রঙের চুড়িকে সুহাগের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বাস করা হয়, শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে ভগবান শিব, মা পার্বতীর আশীর্বাদ পাওয়া যায়।

কথিত আছে, নারীরা সবুজ চুড়ি পরলে তাঁদের স্বামীরা দীর্ঘজীবী হয়। মনের ইচ্ছে পূরণ হয়।

হিন্দু ধর্মে অনেক গাছ-গাছালির পুজো করার নিয়ম আছে। এটি করে আমরা প্রকৃতির প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি।