By Abhisake Koley
Published 1 Mar, 2024
Hindustan Times
Bangla
ODI স্ট্যাটাস পাওয়া দলের বিরুদ্ধে সব থেকে কম বয়সে T20I সেঞ্চুরি, যশস্বী-জাজাইকে টপকে বিশ্বরেকর্ড লেভিটের
বৃহস্পতিবার ত্রিদেশীয় আন্তর্জাতিক টি-২০ সিরিজে নমিবিয়ার বিরুদ্ধে শতরান করে বিশ্বরেকর্ড নিজের দখল নেন নেদারল্যান্ডসের মাইকেল লেভিট।
১. নমিবিয়ার বিরুদ্ধে এই ম্যাচে ২০ বছর ২৫৫ দিন বয়সে সেঞ্চুরি করেন ডাচ তারকা লেভিট।
২. আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২০১৯ সালে ২০ বছর ৩৩৭ দিন বয়সে সেঞ্চুরি করেন আফগান তারকা হজরতউল্লাহ জাজাই।
৩. নেপালের বিরুদ্ধে ২০২৩ সালে ২১ বছর ২৭৯ দিন বয়সে সেঞ্চুরি করেন যশস্বী জসওয়াল।
৪. আমিরশাহির বিরুদ্ধে ২০২৩ সালে ২২ বছর ৩১ দিন বয়সে সেঞ্চুরি করেন আফগান তারকা রহমানউল্লাহ গুরবাজ।
৫. বাংলাদেশের বিরুদ্ধে ২০১৪ সালে ২২ বছর ১৭৯ দিন বয়সে সেঞ্চুরি করেন পাক তারকা আহমেদ শেহজাদ।
নমিবিয়ার বিরুদ্ধে ১১টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ৬২ বলে ১৩৫ রান করেন নেদারল্যান্ডসের মাইকেল লেভিট।
নেদারল্যান্ডসের হয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংস খেলার রেকর্ড গড়েন লেভিট।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন