Hindustan Times
Bangla

মাধ্যমিক আর উচ্চমাধ্যমিকে কত নম্বর পেয়েছিলেন 'বং গাই' কিরণ দত্ত?

বাংলার ইউটিউবারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এই মুহূর্তে নিসন্দেহে বং গাই কিরণ দত্ত। 

কনটেন্ট ক্রিয়েটার হিসেবে খ্যাতি পেয়েছেন বছরখানেক ধরেই। তবে একসময় পড়েছিলেন ইঞ্জিনিয়ারিং। এখন তো সিনেমাতেও কাজ করে ফেলেছেন। 

পাভেল পরিচালিত 'কলকাতা চলন্তিকা' সিনেমায় দেখা গিয়েছে বং গাইকে। এই ছবিতে সৌরভ দাস, ইশা সাহা, দিতিপ্রিয়া রায়, অপরাজিতা আঢ্যদের সঙ্গে অভিনয় করেন তিনি। 

গত বছর মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হওয়ার পর নিজের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট শেয়ার করে নিয়েছিলেন কিরণ সোশ্যাল মিডিয়ায়। 

কিরণ লিখেছিলেন, 'সবাই সবকিছুতে ফার্স্ট হয়না, সবার আলাদা আলাদা ফার্স্ট হওয়ার ফিল্ড থাকে। সেটা খুঁজে বের করতে হবে। তারপর মনপ্রাণ দিয়ে সেটায় লেগে থাকতে হবে। সেটা যে পড়াশোনাই হতে হবে কোনো কথা নেই। কিন্তু হ্যাঁ সেই ভালোলাগার কাজে খুব মন দিতে হবে।'

তা মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকে কত নম্বর পেয়েছিলেন কিরণ দত্ত?

২০১১ সালে মাধ্যমিক পাশ করেন কিরণ। ৮০০-তে ৬৭৪ পেয়েছিলেন। সব বিষয়েই হয় A কিংবা A+। অঙ্কে ৯৮, পিজিক্যাল সায়েন্সে ৯৭, লাইফ সায়েন্সে ৯৪, ইংরেজিতে ৯০। বাংলায় ২০০-তে পান ১৪৫। 

২০১৩ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন বং গাই। মোট পান ৩৮৬ নম্বর। গ্রেড A। অঙ্কে উচ্চ মাধ্যমিকে ১০০ তে পান ৭৭, কেমিস্ট্রিতে ৮২, ফিজিক্সে ৭৬। বাংলা ও ইংরেজিতে পেয়েছিলেন যথাক্রমে ৭৭ ও ৭৪।