বৈদিক জ্যোতিষশাস্ত্রে বুধকে বুদ্ধির দাতা হিসাবে দেখা হয়। শিক্ষা, বিদ্যা, বাণী, তর্ক, বিতর্কের আদি কারক হিসাবে দেখা হয় বুধকে। মে মাসে বুধ পাল্টে ফেলবেন তাঁর রাশি। তিনি যাচ্ছেন মেষ রাশিতে। আর ওই একই দিনে তিনি নক্ষত্রও পাল্টাচ্ছেন। এবার বুধ যাবেন কেতুর নক্ষত্রে অশ্বিনীতে। কবে হবে এই গোচর? তা জানার আগে দেখে নিন এই গোচরে কারা কারা লাভ পাবেন।
সিংহ
এই রাশিতে বুধ অষ্টমভাবে বিরাজ করছেন। বুধ অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করে এই রাশির জাতক জাতিকাদের অপার ধনলাভ এনে দেবেন। এই সময়ে হঠাৎ হাতে আসতে পারে টাকা। তবে টাকা নিয়ে কোনও সিদ্ধান্ত ভেবে চিন্তা করে নিন। এর সঙ্গেই পরিবারের পূর্ণ সহযোগিতা আপনার সঙ্গে থাকবে। এবার থেকে সঞ্চয় করতেও পারতে পারেন। যার ফলে খুব লাভ আসবে ভাগ্যে। জীবনে আসবে নানান রকমের খুশি আনন্দ।
তুলা
তুলা রাশির জাতক জাতিকারা বিভিন্ন দিক থেকে পেতে পারেন লাভ। বিদেশ সম্পর্কিত কোনও জায়গা থেকে পেতে পারেন টাকা। চাকরিরতদের জন্য এই সময়কাল খুবই ভালো কাটতে চলেছে। সিনিয়রদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। বাবার সম্পূর্ণ সহযোগিতা পেতে পারেন কোনও কাজে। আর্থিক পরিস্থিতির দিক থেকেও আপনি লাভ পেতে পারেন। কিছু সাবধানতা অবলম্বন করলে পাবেন লাভ।
( মে মাসে জন্মগ্রহণকারীরা হন সৃষ্টিশীল, সংবেদনশীল! আর কী কী গুণ রয়েছে? রইল জ্যোতিষমত)
( ছিলেন IT কর্মী, ‘স্পাই’ হওয়ার অভিযোগে ফাঁসি! কার খুন ঘিরে কোপ পড়ে মোহসেনের ওপর?)
( মে মাসে সূর্যদেব যাবেন বৃষে! গাড়ি, বাড়ি থেকে টাকাকড়িতে সুখের ফোয়ারা কন্যা সহ ৩ রাশিতে)
মেষ
এই সময় বিভিন্ন ক্ষেত্র থেকে আপনি পেতে পারেন লাভ। এই রাশির জাতক জাতিকারা আর্থিক লাভ পেতে পারেন। দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ এবার সম্পন্ন হতে পারে। আপনি পরিশ্রমের পুরো ফল পাবেন। শিক্ষা ক্ষেত্রের সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা পাবেন বিপুল লাভ। ধন সঞ্চয়ের দিক থেকেও তুমুল লাভ পাবেন। চাকরির স্থানে কোনও পরিবর্তন হতে পারে।
বুধের গোচর কবে?
৭ মে মেষ রাশিতে প্রবেশ করতে চলেছেন বুধ। ওই একই দিনে তিনি কেতুর নক্ষত্র অশ্বিনীতেও প্রবেশ করতে চলেছেন। ফলে মাঝে আর মাত্র এক সপ্তাহেরও কম সময় রয়েছে। তারপরই বুধের এই পরিবর্তন পাল্টে দেবে বহু রাশির ভাগ্য।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)