জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্য আর মঙ্গল ২ শক্তিশালী গ্রহ। সূর্যদেবকে বলা হয়, গ্রহদের রাজা। আর মঙ্গলকে মনে করা হয় গ্রহদের সেনাপতি। এই দুই গ্রহই বিভিন্ন সময়ে নিজেদের অবস্থান পাল্টায়। সেই গোচরের প্রভাব সমস্ত রাশিতে পড়ে। এবার শুরু হচ্ছে সূর্য আর মঙ্গলের প্রতিযুতি যোগ। সূর্য ও মঙ্গলের ১৮০ ডিগ্রি অবস্থানের জেরে প্রতিযুতি যোগ তৈরি হচ্ছে। কারা কারা এই যোগে লাভবান হবেন, দেখে নিন।
ধনু
সূর্য এবং মঙ্গল গ্রহের মিলনের কারণে আপনার জন্য খুব সৌভাগ্যের হতে চলেছে এই সময়। আপনি আপনার কর্মক্ষেত্রে আপনার বসের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। তারা আপনাকে কিছু নতুন দায়িত্ব দেওয়ার কথা ভাবতে পারে। আপনার আয় বাড়তে পারে। পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। বাড়িতে কোনো শুভ বা শুভ ঘটনা ঘটতে পারে।
তুলা
সূর্য ও মঙ্গলের মধ্যে গঠিত প্রতিযুতি যোগের কারণে আপনার বৈষয়িক সুখ বাড়তে পারে। আপনি কিছু সামাজিক কাজে অংশ নিতে পারেন, যেখানে আপনি দাতব্য করার সুযোগ পাবেন। ব্যবসায় আপনার নীতি আজ লাভজনক হবে। অর্থ উপার্জনের পাশাপাশি, আপনি অনেক সঞ্চয় করতে সক্ষম হবেন।
( Budh and Shanidev Yuti: একই নক্ষত্রে শনির সঙ্গে আসছেন বুধও!দুই গ্রহের কৃপায় সুখ সমৃদ্ধি তুঙ্গে থাকবে ৩ রাশির, লাকি কারা?)
( Indian Panel: মার্কিন মুলুকে খুনের ছক কষার অভিযোগ? প্রাক্তন স্পাই ‘CC1’র বিরুদ্ধে পদক্ষেপের সুপারিশ কেন্দ্রের কমিটির)
( Madhyamik:মাধ্যমিকের সেন্টার হয়ে ওঠা স্কুলের শিক্ষক, শিক্ষাকর্মীদের ছুটি নিয়ে পর্ষদের নয়া নির্দেশিকা, কোন শর্তে আবেদন?)
কন্যা
প্রতিযুতি যোগ এই রাশির জাতকদের জন্য অনেক সুখ নিয়ে আসছে। আপনি আপনার পরিশ্রমের ফল পেতে পারেন, যা আপনাকে খুশি করবে। কাজের জন্য আজ আপনাকে অনেক ভ্রমণে যেতে হতে পারে। আপনি ব্যবসায় লাভ পাবেন, যার কারণে আপনার আর্থিক অবস্থা ভাল থাকবে।
( 'ভারতের সোনালি ইতিহাসে ৩ অধ্যায়..', ‘৭১-এ পাকিস্তানের আত্মসমর্পণের আইকনিক ছবি সরানো বিতর্কে মুখ খুললেন সেনাপ্রধান)
এই যোগের কারণে, জানুয়ারির মাঝামাঝি থেকে ৩টি রাশি সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে। তারা অপ্রত্যাশিত আর্থিক লাভ পেতে পারে বা বাড়িতে কোনও শুভ বা শুভ ঘটনা ঘটতে পারে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )