Suryadev Blessing Astrology:সূর্যদেবের অঢেল কৃপা থাকে এই বিশেষ রাশিগুলির উপর! লাভ হয় কী কী? রইল জ্যোতিষমত
1 মিনিটে পড়ুন Updated: 06 Jan 2025, 12:00 PM ISTসূর্যের কৃপায় বহু রাশি লাভবান হয়। কারা কারা লাভ পান দেখা যাক।
সূর্যের কৃপায় বহু রাশি লাভবান হয়। কারা কারা লাভ পান দেখা যাক।
সূর্যদেবের কৃপায় বহু রাশির জাতক জাতিকারা বিভিন্নভাবে লাভবান হন। বহু দিক থেকে তাঁরা নানানভাবে লাভের মুখ দেখেন। বৈদিক জ্যোতিষশাস্ত্রে মনে করা হয় সূর্যদেব সুখ সমৃদ্ধির দাতা।জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যকে সুখ সমৃদ্ধির দাতা মনে করা হয়। অনেকেই সকালে উঠে সূর্যদেবকে জল অর্পণ করে থাকেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যদেবকে গ্রহদের রাজা মনে করা হয়। সূর্য যাঁদের গোচর কুণ্ডলীতে দুর্বলস্থানে থাকেন, সেখানে জাতক জাতিকারা নানান রকমের সমস্যার মধ্যে থাকেন। সূর্য যাঁদের কোষ্ঠীতে জোরালো জায়গায় থাকেন, তাঁরা পান বিপুল লাভ। এই সূর্যদেব বিশেষ কিছু রাশিকে আশীর্বাদ করে থাকেন। দেখা যাক কারা লাকি?
মেষ
এঁরা খুব সাহহী ও উৎসাহী হয়ে থাকেন। মেষ রাশির জাতক জাতিকাদের সূর্যদেব চিরকালই খুব কৃপা করে থাকেন। এঁরা মনের মতো কেরিয়ার পান। এই রাশির জাতক জাতিকাদের পরিশ্রমের পুরো পুরো ফল মেলে। জীবনে বহু চ্যালেঞ্জ এঁরা পার করে যান। এঁদের স্বাস্থ্য ভালো থাকে সূর্যের কৃপায়।
সিংহ
সিংহ হল সূর্যদেবের নিজের রাশি। এই রাশির জাতক জাতিকার উপর সূর্যদেবের বিপুল আশীর্বাদ বর্ষিত হয়। সিংহ রাশির জাতক জাতিকার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বিপুল। আর তা সূর্যের আশীর্বাদ ধন্য। এঁরা চিরকালই আত্মবিশ্বাসে ভরপুর হয়। এঁদের কখনওই আর্থিক কষ্টের মুখে পড়তে হয় না। কেরিয়ারের দিক থেকে এঁরা দারুন সফল হন। কেরিয়ারে বিভিন্ন কাজের দিক থেকে এঁরা লাভবান হন। সিংহ রাশির জাতক জাতিকারা কেরিয়ারের দিক থেকে যে জিনিসে হাত দেন, সেই জিনিসে কার্যত সোনা ফলে!
ধনু
ধনু রাশির জাতকদের উপর বর্ষিত হয় সূর্যদেবের কৃপা। সূর্যের কৃপায় ধনু রাশির জাতক জাতিকারা বিভিন্ন ধরনের লাভ পান। জীবনে আত্মবিশ্বাস ধরে রেখে চলেন এঁরা। হঠাৎ করে এঁরা ধনলাভ করতে পারেন। এঁদের ব্যবহারিক জীবনে বুদ্ধি অধিক মাত্রায় হয়ে থাকে। এঁরা হঠাৎ করে টাকা হাতে পেয়ে যান সূর্যের কৃপায় বিভিন্ন যোগে। এঁদের ব্যবহারিক বৃদ্ধি অধিক হয়।
(এই প্রতিবেদন মান্যতা ধর্মী। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )