মালদায় এক আদিবাসী গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। গৃহবধূর স্বামীর দাবি, 🐠অতিরিক্ত চোলাই খাওয়ার কারণেই মৃত্যু হয়েছে। আসল কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় মৃত্যু এলাকায় চোলাইয়ের রমরমা নিয়ে উঠেছে প্রশ্ন। প্রশাসনের নজরদারি নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। আজ সোমবার ঘটনাটি ঘট🌸েছে মালদা থানার মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েতের গোবিনপুর এলাকায়।
আরও পড়ুন: বিহারে বিষ মদের বলি আরও ১০, দুই 💧জেলায় মৃত বেড়ে ৩৫
জানা গিয়েছে, গৃহবধূর নাম পাকলু হেমব্রম(৩৭)। সোমবার সকালে ঘর থেকেই তাঁর দেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার স্বামীর নাম চন্দ্র কিস্কু। ওই আদিবাসী দম্পতির এক ছেলে এবং এক🌜 মেয়ে রয়েছে। ছেলে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে অনেকদিন আগেই। চন্দ্রের দাবি, বেশি পরিমাণে চোলাই খাওয়ার কারণে তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে। তিনি জানিয়েছেন, রবিবার রাতে তিনি নারায়নপুর খেড়িবাড়ি এলাকার এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেখানেই রাত কাটান তিনি। এরপর এদিন সকালে বাড়িতে এসে দেখেন ঘরের মধ্যেই তাঁর স্ত্রীর মৃতদেহ পড়ে রয়েছে। তাঁর আরও দাবি, পাশেই চোলাইয়ের ঠেক রয়েছে। পাকলু হেমব্রম চোলাই খেতন বলেই তিনি জানিয়েছেন। আরও দাবি, পাকলু প্রতিদিনই অতিরিক্ত পরিমাণে চোলাই খেতেন। সেই কারণেই স্ত্রীর মৃত্যু হয়েছে বলে তিনি জানান। এদিন মৃতদেহ উদ্ধার হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাড়িতে ভিড় জমান পাড়া পড়শীরা।
কিছুক্ষণ পর খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডি꧟ক্যাল কলেজে পাঠানো হয়েছে। এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ। তবে ময়নাতদন্তের পরেই এবিষয়ে জানা যাবে। এদিকে, এই ঘটনার পরেই আদিবাসী অধ্যুষিত ওই গ্রামে চোলাইয়ের রমরমা নিয়েও অভিযোগ উঠতে শুরু করেছে। এই ঘটনায় পুলিশ এবং আবগারি দফতরের আরও বেশি করে নজরদারি চালানো উচিত বলে দাবি জানিয়েছেন স্থানীয়রা ।