চারদিন কেটে গিয়েছে। এখনও রিষড়ার বাসিন্দা তথা ভারতীয় জওয়ানকে মুক্ত করেনি পাকিস্তান। এই ঘটনা নিয়ে উৎকণ্ঠায় রয়েছে গোটা পরিবার। ভারত সরকারের সমস্ত এজেন্সি জওয়ান পূর্ণমকে ফেরাতে কাজ করছে বলে বিএসএফ সূত্রে খবর। আজ রবিবার পূর্ণম কুমার সাউয়ের হুগলির রিষড়ার বাড়িতে আসে বিএসএফের একটি টিম। চারদিন পেরিয়ে গেলেও পাকিস্তান থেকে পূর্ণমের কোনও খবর মেলেনি। তাঁর স্ত্রীও অন্তঃসত্ত্বা। সুতরাং পরিবারের সকল সদস্যই উদ্বেগে রয়েছে। আর তাই রাত পোহালেই সোমবার পাঠানকোটের উদ্দেশ্যে রওনা দেবেন তাঁরা।
একদিন আগেই বিএসএফের ডিজিকে টেলিফোন করেছিলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিএসএফের ডিজির কাছ থেকে কল্যাণবাবু জানতে পারেন, পূর্ণম পাকিস্তানে নিরাপদেই আছেন। সুস্থ আছেন। সমস্ত কেন্দ্রীয় এজেন্সি তাঁকে ফেরাতে কূটনৈতিক কাজ শুরু করেছে। সে কথা ফেসবুকে পোস্ট করেছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজ, রবিবার সকালে বিএসএফের আট সদস্যের একটি দল রিষড়ায় পূর্ণমের বাড়িতে আসে। সেখানে পূর্ণমের পরিবারের সকলে কথা বলে আশ্বাস্ত করেন, ‘হিম্মত রাখো লড়কা জলদি আ জায়ে গা’। পরিবারের সদস্যদের জানান বিএসএফ কর্তারা।
আরও পড়ুন: দিঘাকে জগন্নাথের থিম ভাবনায় চন্দননগরের আলোকসজ্জা, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার তৃণমূলের
কিন্তু মন তো মানতে চায় না। পূর্ণমের বাবা–মা এবং স্ত্রী উদ্বেগ ধরে রাখতে পারছেন না। যতই আশ্বাস দিক বিএসএফের সদস্যরা নিজের ঘরের লোক না ফেরা পর্যন্ত এই আশ্বাসে নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না। আর তাই পূর্ণমের স্ত্রী রজনী সাউ সংবাদমাধ্যমে বলেন, ‘আগামীকাল দুপুর ১টার বিমানে আমরা চণ্ডীগড় যাব। সেখান থেকে আমরা পাঠানকোট যাব। আজ বিএসএফের কর্তারা আমাদের বাড়িতে এসেছিলেন। ওঁরা এখানে আসার পর আমরা একটু ভরসা পেয়েছি। এখন মনে হচ্ছে সবকিছু ঠিক হয়ে যাবে। ওঁরা বলেছেন, জওয়ানকে ফিরিয়ে নিয়ে আসার জন্য সব রকমের চেষ্টা করা হচ্ছে।’

সব ঠিক আছে তো? এই প্রশ্ন মায়ের মনকে বারবার উৎকণ্ঠায় ফেলে দিচ্ছে। বাবা এই পরিস্থিতিতে শান্ত থাকতে পারছেন না। সকাল থেকে পায়চারি করছেন। এই বুঝি কোনও খবর এল। রাত হয়ে গেলেও খবর আসে না। শুধু টিভি চ্যানেলে মাঝেমধ্যে খবর দেখতে পাচ্ছেন। পাকিস্তানে আটক ভারতীয় জওয়ান পূর্ণম কুমার সাউ। পূর্ণমের বাবা ভোলানাথ সাউ আজ বলেন, ‘ছেলে সম্পর্কে কথা হয়েছে বিএসএফের কর্তাদের সঙ্গে। শুধু এটাই বলেছেন আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যত দ্রুত সম্ভব তাঁকে ফিরিয়ে নিয়ে আসা হবে। আজ ওঁরা আসাতে আমরা একটু ভরসা পাচ্ছি। তবে চিন্তা পুরোপুরি কাটেনি।’ গত বুধবার পাকিস্তানের মাটিতে ভুল করে ঢুকে পড়েছিলেন পূর্ণম। তাঁকে আটক করে পাকিস্তানের সেনা। একাধিকবার ‘ফ্ল্যাগ মিটিং’ হলেও তাঁকে ফেরায়নি পাকিস্তান।