আজ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। পরীক্ষার ৫০ দিনের মাথায় ফলাফল ঘোষণা করলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবারের উচ্চমাধ্যমিকের প্রথম♕ স্থান দখল করে নিয়েছে পূর্ব বর্ধমানের রূপায়ণ পাল।পরীক্ষায় মোট ৫০০ নম্বরের মধ্যে রূপায়ণ রয়েছে ৪৯৭। শতাংশের হিসেবে ৯৯.৪। বর্ধমান শহরের সিএমএস হাইস্কুলের ছাত্র রূপায়ণ মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছিল। আর এবার উচ্চমাধ্যমিকে আরও ভালো ফল কর🐲ল রূপায়ণ।
আরও পড়ুন: ১০ বছরে সবচেয়ে ভালো ফলাফ❀ল উচ্চমাধ্যমিকে, রেজাল্ট দেখুন এখানে
🎉পড়াশোনায় বরাবরই ভালো রূপায়ণ। ফলে উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় নাম থাকবে বলেই বিশ্বাস ছিল রূপায়ণ এবং তার অভিভাবকদের। তবে একেবারে প্রথম হওয়াটা ভাবনাতীত ছিল রূপায়ণের কাছে। তার কথায়, ‘ভেবেছিলাম মেধা তালিকায় থাকব। তবে প্রথম স্থান পাব সেটা ভাবিনি।’ তার এই সাফল্যে পরিবারে এখন খুশির হওয়া। খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকারা। রূপায়ণের বাবা-মা দুজনেই ইংরেজি শিক্ষক শিক্ষিকা।
সারাদিন বই নিয়ে পড়ে থাকত রূপায়ণ। বিজ্ঞান বিষয়গুলিতে গৃহশিক্ষকের সাহায্য নিলেও বাংলা এবং ইংরেজিতে গৃহ শিক্ষকের সাহায্য দরকার হয়নি রূপায়ণের। প্রতিদিন ১২ থেকে ১৩ ঘণ্টা পড়াশোনা করত রূপায়ণ। তবে শুধু যে পাঠ্য বিষয় নিয়েই পড়াশোনা করত তা নয়, এর পাশাপাশি গল্পের বই পড়তেও ভালোবাসে রূপায়ণ। গোয়েন্দা গল্প এবং অ্যাডভেঞ্চার গল্প রূপায়ণের খুবই ভালো লাগে। ভালো লাগার কারণ হিসেবে রূপায়ণ জানায়, এই ধরনের গল্পে যে 💫টানটান উত্তেজনা এবং নতুন কিছু খুঁজে বার▨ করার কৌতূহল থাকে তা খুবই ভালো লাগে। যদিও খেলাধুলায় খুব একটা মনোযোগ নেই রূপায়ণের। তবে একটা সময় ক্রিকেট খেলতে তার ভালো লাগত। বর্তমানে পড়াশোনা চাপে আর খেলাধূলা করা হয়না বলেই সে জানিয়েছে।