মাঝখানে আর একটা মাস।𝕴 তারপর শুরু হচ্ছে রমজান। প্রতিবারের মতো এবারও রমজান মাসে রেশন বন্টনের ক্ষেত্রে বিশেষ উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। রমজান উপলক্ষে গ্রাহকদের জন্য থাকছে বিশেষ প্যাকেজ, যাতে দেওয়া হবে ময়দা, চিনি এবং ছোলা। জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় প্রায় ৬ কোটি গ্রাহককে রাজ্য সরকার ভর্তুকি দিয়ে এই সব খাদ্য সামগ্রী সরবরাহ করবে।
আরও পড়ুন: সার্ভারে সমস্যা, রেশন বণ্টন করতে পারছেন না ডিলাররা, সমাধান꧂ের আর্জি জানিয়ে চিঠি
খাদ্য দফতর সূত্রে জান🍌া গিয়েছে, এই সমস্ত খাদ্য সামগ্রী প্রতিটি পরিবারকে পরিবার পিছু একদফায় এক কেজি করে দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। এর জন্য কত পরিমাণ খাদ্য সামগ্রীর প্রয়োজন তা রাজ্যের ডিলারদের ই পস যন্ত্রের মাধ্যমে অনলাইনে জানাতে বলা হয়েছে। পরিবার কিছু এক কেজি করে এই সমস্ত সামগ্রী বরাদ্দ করা হলে সেক্ষেত্রে মোট পরিমাণ কত খাদ্য সামগ্রীর প্রয়োজন হবে তা ডিলাররা খাদ্য দফতরকে জানাবেন। যদিও ডিলাররা জানাচ্ছেন, যে কত দামে এই সামগ্রী বিক্রি করা হবে বা কতটা ভর্তুকি দেওয়া হবে? তা খাদ্য দফতরের তরফে জানানো হয়নি।
ডিলারদের বক্তব্য, আগে থেকে দাম না জানলে প্যাকেজের চাহিদা কেমন থাকবে বা কতটা প্রয়োজন হবে তা বোঝা সম্ভব নয়। তাই আগে ভর্তুকিযুক্ত এই সামগ্রীর দাম কত হবে তা জানানো প্রয়োজন বলে তারাঅনে করছেন। এনিয়ে রাজ্যের খাদ্য দফতরের প্রধান সচিব পারভেজ আমেদ সিদ্দিকিকে চিঠি দিয়েছে ডিলারদের সংগঠন। তারা জানাচ্ছেন, দাম না জানলে ডিলারর🌱া সমস্যায় পড়তে পারেন। এর আগেও বিক্রয় মূল্য জানার পরই চাহিদা ডিলাররা জানিয়েছিলেন।
এদিকে, সোমবার কলকাতায় এসে রাজ্যের খাদ্য দফতর, এফসিআই, সিডব্লুসি এর আদাহিকারকদের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় খাদ্য সচিব সঞ্জীব চোপড়া। সেখানে রেশন বণ্টন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে রেশনে খাদ্য সরবরাহ পরিচালনা সংক্রান্ত ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও কেন্দ্রের কাছে প্রাপ্য অর্থ নিয়েও আলোচনা হয়েছে। খাদ্য দফতরের প্রধান সচিব ডিলারদের সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন। এই বৈঠকেও রেশন ডিলারদের কমিশন বৃদ্🍨ধির বিষয়ে আলোচনা হয়েছে। ডিলাররা কমিশন বৃদ্ধির দায় রাজ্য সরকারগুলিকে নেওয়ার কথা বলা হꩲয়েছে। এছাড়াও আশ্বাস দেওয়া হয়েছে সব খাদ্যসামগ্রী চটের বস্তায় ভরে সরবরাহ করা হবে।