দিঘায় উদ্বোধনের দিনই জগন্নাথ ধাম দর্শন ও তার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে দিলীপ ঘোষের বৈঠক নিয়ে তোলপাড় চলছে বিজেপির অন্দরে। তারই মধ্যে বৃহস্পতিবার সকালে মুখ খুলে দলীয় নেতৃত্বের একাংশকেই চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার কয়েক ঘণ্টার মধ্যে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন দিলীপবাবু। যার জেরে কর্মসূচি বাতিল করে চলে যেতে হয় তাঁকে।বৃহস্পতিবার সকাল ১০ নাগাদ কোলাঘাটের বরদা বাজারে চা চক্রে দলীয় কর্মীদের সঙ্গে মিলিত হওয়ার কথা ছিল দিলীপবাবু। নির্ধারিত সময়ের কিছু পরে সেখানে হাজির হন তিনি। কিন্তু তিনি পৌঁছতেই বিজেপি কর্মীদের একাংশ তাঁকে উদ্দেশ করে বিক্ষোভ দেখাতে থাকেন। ওঠে গো ব্যাক স্লোগান। দিলীপবাবুকে তৃণমূলের দালাল বলে দাবি করতে থাকেন বিক্ষোভকারীরা। বিক্ষোভের মুখে নিরাপত্তারক্ষী পরিবেষ্ঠিত হয়ে এলাকা ছাড়েন দিলীপবাবু।বিক্ষোভকারীদের দাবি, তৃণমূলের সঙ্গে আঁতাত রয়েছে দিলীপবাবুর। তিনি জগন্নাথ ধাম দর্শন করার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করায় দলীয় কর্মীদের মনোবলে আঘাত লেগেছে। এমনকী দিলীপবাবুর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগও তুলেছেন তাঁরা। এই বিক্ষোভ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি দিলীপ ঘোষ।তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, শুভেন্দু অধিকারীর দাপটে দলের অন্দরে কোনঠাসা হয়ে পড়ায় ‘শত্রুর শত্রু আমার বন্ধু’ নীতি নিয়ে থাকতে পারেন দিলীপবাবু। শুভেন্দুকে যব্দ করতেই জগন্নাথ ধাম দর্শনে গিয়েছিলেন তিনি। আর তার পালটা এদিন দিলীপবাবুকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন শুভেন্দুর অনুগামীরাই।