আইপিএলের মাঝেই ছোটদের ক্রিকেটের এক ভিডিয়ো বেশ ভাইরাল হয়ে গেছে সোশাল মিডিয়ায়। এমনিতে এখন আইপিএল চলছে। তাই গোটা দেশেই ক্রিকেট নিয়ে চর্চা চলছে। সোশাল মিডিয়াতেও ব্যাপক ভাইরাল হয়ে গেছে আইপিএলের বিভিন্ন ভিডিয়ো বা মূহূর্তের ছবি। প্রতিদিন সন্ধে হতেই ক্রিকেট প্রেমীরা এখন বসে পড়েন আইপিএলের ম্যাচ দেখতে।
এদিকে আইপিএলের আবহেই এক মজার ঘটনা ঘটে গেল। বিলাসপুরের ক্রিকেটাররা একটি বয়সভিত্তিক ম্যাচে এক ব্যাটারকে আউট করার আগে মজা করে ভাংড়া নাচলেন, যা বেশ ভাইরাল হয়ে গেছে সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই।
কেমন মালিক সঞ্জীব গোয়েঙ্কা? রাহুল-ধোনিদের হটিয়ে দেওয়া কর্ণধারকে নিয়ে অকপট LSG-র তারকা ব্যাটার
আসলে গত টি২০ বিশ্বকাপ জয়ের পরই বিরাট কোহলিকে আর্শদীপ সিংয়ের সঙ্গে ভাংড়া নাচতে দেখা গেছিল। বিরাট যেহেতু জন্মসত্রে পঞ্জাবের সঙ্গে কানেকশন রয়েছে,তাই তিনি পঞ্জাবের জনপ্রিয় ভাংড়া নাচনিটও ভালোই পারেন।
ক্রিকেট মাঠে ভাংড়া নাচ খেলোয়াড়দের
এবার বিরাটের মতো করেই মাঠের ক্রিকেটাররাও ভাংড়া নাচলেন এক ব্য়াটারকে আউট করার আগে, যা বেশ ভাইরাল হয়ে গেছে সোশাল মিডিয়ায়। বিরাট অবশ্য টি২০ বিশ্বকাপেই শুধু নয়, আরও অনেক আন্তর্জাতিক ম্যাচের সময়ই ভালো মুডে থাকলে একটু ভাংড়ার স্কিল দেখিয়ে দিয়ে থাকেন।, শিখরও তাই করতেন
এবার বিলাসপুরের ম্যাচে বৈভব শর্মা বলে এক ব্যাটার সিঙ্গল রান নেওয়ার পর ননস্ট্রাইকার্স এন্ডে থাকা সমীর চৌহান ২ রান নিতে চেষ্টা করছিলেন। তখনই বৈভব তাঁকে নিষেধ করেন দৌড়াতে, কিন্তু ততক্ষণে অনেকটা এগিয়ে আসেন সমীর, ফলে ক্রিজে ফেরার আর কোনও সম্ভাবনাই ছিল না।
ভাংড়া নাচলেন উইকেটকিপার
এরই মধ্যে ফিল্ডারের থ্রো চলে আসে উইকেটরক্ষকের হাতে। নিশ্চিত আউট বুধতে পেরে উইকেটরক্ষক উইকেটের বেল উপড়ে দেওয়ার আগে বাকি ফিল্ডারদের সঙ্গে আউটটি উদযাপন করতে ভাংড়া নাচেন। বাকি ক্রিকেটাররাও তখন উইকেটকিপারকে ঘিরে ভাংড়া নাচা শুরু করেন, যা ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে।