রঞ্জি ট্রফিতে দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন হর্ষিত রানা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টꦑ খেলার জন্য ডাক পেলেন তিনি। মুম্বইয়ে ১ নভেম্বর থেকে শুরু হবে সিরিজের শেষ টেস্ট ম্যাচ। ইতিমধ্যেই ২টি টেস্ট হেরে সিরিজ হাতছাড়া করেছে রোহিতরা। অস্ট্রেলিয়া সফরের আগে এই ম্যাচ জিতে নিজেদের আত্মবিশ্বাস বাড়াতে বদ্ধপরিকর ভারতীয় ক্রিকেটাররা। শোনা যাচ্ছে, মুম্বইয়ে ভারতের হয়ে অভিষেক হতে পারে হর্ষিত রানার। সম্প্রতি রঞ্জি ট্রফিতে দিল্লির হয়ে ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্স করেন তিনি। বোলিংয়ে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি ৮ নম্বরে ব্যাট করতে নেমে অর্ধশতরানও করেন রানা।
যদিও প্রথমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের জন্য ভারতীয় দলে নাম ছিল তাঁর। অসমের বিরুদ্ধে অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লির তৃতীয় রাউন্ডের রঞ্জি ট্রফি ম্যাচের জন্য ম্যানেজমেন্টের তরফে তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুসারে, শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে রানার টেস্ট ক্রিকেটে অভিষেক হবে। আগেই বর্ডার-গাভাসকর ট্রফির জন্য ভারতের যে দল ঘোষণা করা হয়েছিল তাতে নাম ছিল হর্ষিত রানার। যদিও তাঁর সিলেকশন নিয়ে প্রশ্ন উঠত♚ে শুরু করে। সোমবার দুরন্ত ব্যাটিংয়ের মাধ্যমে সমালোচকদের চুপ করিয়ে দেন তিনি। দিল্লির হয়ে ব্যাট হাতে ৭৮ বলে ৫৯ করেন রানা। মেরেছেন ৪টি চার এবং ৩টি ছয়। শুধু তাই নয়, রবিবার ৮০ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এবার এই পারফরম্যান্সের পুরস্কারই পেতে চলেছেন রানা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
IPL ২০২৪-এ কলকাতা নাইট রাইডার্সের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল হর্ষিত রানার, অনেক𝕴দিন ধরেই ভারতের হয়ে খেলার দাবিদার ছিলেন তিনি। রানা এবছর IPL-এ ১৯ উইকেট নিয়েছিলেন, যা আনক্যাপড খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ এඣবং পঞ্চম সেরা। তৎকালীন KKR-এর মেন্টর গৌতম গম্ভীরের পছন্দের ক্রিকেটার ছিলেন তিনি।
গম্ভীর জাতীয় দলের কোচ হওয়ার পর দু’বার ভারতীয় দলে নাম থাকলেও এখনও অভিষেক হয়নি তাঁর। সবকিছু ঠিক থাকলে মুম্বইয়ে সেই স্বপ্ন পূরণ হতে পারে এই ভারতীয় অলরাউন্ডারের। প্রাক্তন জাতীয় দলের নির্বাচক এবং বর্তমান দিল্লির কোচ স্মরণদীপ সিং সংবাদপত্রকে বলেছেন, ‘টেস্ট ক্রিকেট খেলতে প্রস্তুত ও। অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে মুম্বইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারলে তার ไজন্য ভালো হবে’। এখন দেখার ভারতের হয়ে কেমন কামাল করে দেখান এই নাইট তারকা।
আগামী ১ নভেম্বর থেকে মুম্বই টেস্ট শুরু হবে। আর ৩১ অক্টোবর হচ্ছে আইপিএলের রিটেনশের ডেডলাইন। যদি মুম্বইয়ে অভিষেক হয় হর্ষিতের, তাহলে তিনি ক্যাপড প্লেয়ার হয়ে যাবেন। আপাতত আনক্যাপড প্লেয়ার হিসেবে আছেন। আর সেই পরিস্থিতিতে কেকেআর যদি তাঁকে রেখে দিতে যায়,🌜 তাহলে চার কোটি টাকায় রেখে দিতে পারবে। কিন্তু হর্ষিত আ൲গেই ক্যাপড প্লেয়ার হয়ে গেলে কমপক্ষে ১১ কোটি দিতে হত কেকেআরকে।