সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল ২০২৫-এর ৪৩তম ম্যাচে রবীন্দ্র জাদেজা ব্যাট পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) নিজেদের ঘরের মাঠ চিপকে চেন্নাই সুপার কিংসের তারকা অলরাউন্ডার জাদেজা ব্যাট পরীক্ষায় ব্যর্থ হয়ে রীতিমতো হতাশ হন। কারণ আম্পায়ার তাঁকে তাঁর প্রথম পছন্দের ব্যাট ব্যবহার করতে দিতে রাজি হননি। জাদেজার অবস্থা থেকে আগে থেকেই সতর্ক হন এমএস ধোনি। জাদেজার ঘটনার পর তিনি হাতুড়ি দিয়ে নিজের ব্যাট পেটাতে শুরু করেন।
আসলে আইপিএল ২০২৫-এ ব্যাট-গজ টেস্ট চালু করেছে বিসিসিআই। ব্যাট-গজ হল ব্যাট মাপার এক সরঞ্জাম, সেখানেই কয়েক জন ক্রিকেটারের ব্যাট আটকে যাচ্ছে। নিয়ম বলছে, ব্যাট-গজ দিয়ে গলতে হবে ব্যাট, তা হলেই মিলবে সেই ব্যাট নিয়ে খেলার সবুজ সংকেত। আসলে মোটা ব্যাটে বল ছোঁয়ালেই দ্রুত বাউন্ডারি লাইনে পৌঁছে যায়। অল্প সময়ে বেশি রান করার জন্য এই ধরনের ব্যাটের জনপ্রিয়তা বেড়েছে। অনেক সময় মোটা ব্যাট হওয়ার ফলে বৈধতার মাপকাঠি ছাড়িয়ে যায়। একাধিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে ব্যাটের দৈর্ঘ্য প্রস্থ মাপা হয় না। তবে এবারের আইপিএলে বেশি করে এই ব্যাট-গজে ব্যাট মাপার দৃশ্য দেখা যাচ্ছে। যাতে টি-টোয়েন্টি ক্রিকেটে বল এবং ব্যাটের মধ্যে ভারসাম্য বজায় রাখা যায়।
জনসমক্ষে রবীন্দ্র জাদেজাকে ধরে ফেলেন আম্পায়ার
সিএসকে-র ইনিংসের পঞ্চম ওভারে ব্যাট করতে নেমেছিলেন রবীন্দ্র জাদেজা। এই ম্যাচে চার নম্বরে ব্যাট করতে এসেছিলেন তিনি। কিন্তু মাঠে নামার সঙ্গে সঙ্গেই মাঠের আম্পায়ার রবীন্দ্র জাদেজার ব্যাট পরীক্ষা করেন। কিন্তু তাঁর ব্যাটের আকার নিয়ম অনুযায়ী ছিল না। জাদেজা নিয়মের মাপকাঠি পূরণ করতে ব্যর্থ হন। যার ফলে আম্পায়ার তাঁকে তার প্রথম পছন্দের ব্যাট ব্যবহার করতে দিতে রাজি হননি। এতে রবীন্দ্র জাদেজা বিষন্ন হেসে কয়েক বার ব্যাট মাটিতে আছাড় দিতে থাকেন, যাতে তাঁর ব্যাট পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। এমন কী তিনি তাঁর ব্যাট বেশ কয়েক বার আছাড় দেওয়ার পর, আম্পায়ারদের জিজ্ঞেস করেছিলেন, তাঁর ব্যাট পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে কিনা, সেটা দেখতে। কিন্তু, এতে লাভ হয়নি। শেষমেশ তাঁকে ব্যাট পরিবর্তন করতে হয়।
আগে থেকেই সতর্ক হন ধোনি
জাদেজা ব্যাট টেস্টে ব্যর্থ হওয়ার পরেই, ক্যামেরা ঘোরানো হয়েছিল সিএসকে ড্রেসিং রুমের দিকে। সেখানে দেখা যায়, এমএস ধোনি তাঁর ব্যাটের মাপ ঠিক করছেন। ধোনি আসলে ব্যাট নিয়ে কোনও ঝুঁকি নেওয়ার মেজাজে ছিলেন না। যে কারণে তাঁকে ড্রেসিংরুমের ভিতরে ব্যাটে হাতুড়ি মারতে এবং ব্যাট-গজ টেস্ট করতে দেখা গিয়েছে। এই ঘটনার ভিডিয়োও বেশ ভাইরাল হয়েছে।
ব্যাট হাতে ব্যর্থ জাদেজা-ধোনি
তবে এই ম্যাচে ব্যাট হাতে খুব বেশি অবদান রাখতে পারেননি রবীন্দ্র জাদেজা এবং এমএস ধোনি। জাদেজা ১২৩.৫২ স্ট্রাইক রেটে ১৭ বলে মাত্র ২১ রান করে সাজঘরে ফেরেন। তাঁর সংক্ষিপ্ত ইনিংসের ছিল ১টি চার এবং ১টি ছক্কা। কামিন্দু মেন্ডিসের দুর্দান্ত বলে তিনি ক্লিন বোল্ড হন। এই মরশুমে এখনও পর্যন্ত জাদেজা বিশেষ কিছু করতে পারেননি। ৯ ম্যাচে ২৭.৬৬ গড়ে মাত্র ১৬৬ রান করেছেন তিনি। যার মধ্যে রয়েছে মাত্র একটি অর্ধশতরান। এদিকে ধোনিও আরও একবার হতাশ করেছেন। আটে ব্যাট করতে নেমে ১০ বলে মাত্র ৬০.০০ স্ট্রাইকরেটে ৬ রান করে সাজঘরে ফিরে গিয়েছেন।
এই ব্যাটসম্যানরা ব্যাট টেস্টে ব্যর্থ হয়েছেন
গত কয়েক দিন ধরে আইপিএলে খেলোয়াড়দের ব্যাট টেস্ট নিয়ে ক্রিকেট মহলে অনেক আলোচনা হচ্ছে। এখনও পর্যন্ত অনেক খেলোয়াড় এই টেস্টের শিকার হয়েছেন। একই ম্যাচে কেকেআর-এর সুনীল নারিন, এনরিখ নরকিয়া এবং আন্দ্রে রাসেল এই পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন। পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলার সময় এই ঘটনাটি ঘটে। এর পর, আইপিএল ২০২৫-এর ৩২তম ম্যাচে, রিয়ান পরাগও এই পরীক্ষায় ব্যর্থ হন। এখন জাদেজাও এই টেস্টে ব্যর্থ হয়েছেন।