Rahul Dravid on Riyan Parag New Role at No. 3: প্রথম পাঁচটি আইপিএল (IPL) মরশুমে ফিনিশারের ভূমিকায় খেলার পর ২০২৪ সালে এক নতুন রূপে আবির্ভূত হয়েছিলেন রাজস্থান রয়্যালসের তারকা ক্রিকেটার রিয়ান পরাগ। রাজস্থান রয়্যালস (RR) তাকে চার নম্বরে প্রোমোট করেছিল, আর সেই দায়িত্ব দারুণভাবে সামলান রিয়ান পরাগ। পুরো মরশুমে দলের শীর্ষ রান সংগ্রাহক হন তিনি এবং রাজস্থানকে প্লে-অফে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন রিয়ান পরাগ। এবার ২০২৫ সালে, আরও বড় দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।
এক প্রতিবেদনে উঠে এসেছে রিয়ান পরাগকে নিয়ে অবাক করা তথ্য। এবার রিয়ান পরাগের তিন নম্বরে ব্যাটিং করার কারণ সামনে এল। তাঁর প্রতিভার সর্বোচ্চ ব্যবহার করার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান রাহুল দ্রাবিড়। রাজস্থান রয়্যালসের হেড কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন, পরাগ দলের অন্যতম সেরা ব্যাটসম্যান, আর তাই তাকে আরও বেশি বল খেলার সুযোগ দেওয়া হচ্ছে। তবে এবারের আইপিএলে শুরুটা তেমন ভালো হয়নি রিয়ান পরাগের।
IPL 2025-এ এখন নজর কাড়তে পারেননি রিয়ান পরাগ
প্রথম দুই ম্যাচে রিয়ান পরাগের সংগ্রহ ছিল মাত্র ৪ ও ২৫ রান। রবিবার চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে ম্যাচটি গুয়াহাটিতে রাজস্থানের শেষ ম্যাচ। এখানে নিজের শহরের মাঠে বড় ইনিংস খেলার এটি রিয়ান পরাগের কাছে শেষ সুযোগ। এই ম্যাচের আগে রিয়ান পরাগকে নিয়ে বড় মন্তব্য করেছেন রাজস্থান রয়্যালসের কোচ রাহুল দ্রাবিড়।
আরও পড়ুন … ‘নতুন ভিলেনের আবির্ভাব!’ IPL 2025-এর CSK vs RCB ম্যাচের পরে ভক্তেরা কাকে নিয়ে এমন বলছেন?
ব্যাটিংয়ে রিয়ান পরাগকে প্রোমোট করা হচ্ছে- রাহুল দ্রাবিড়
রাহুল দ্রাবিড় বলেন, ‘হ্যাঁ, প্রোমোট করা হয়েছে, এটাই সঠিক শব্দ। সত্যি বলতে, রিয়ান আমাদের অন্যতম সেরা ব্যাটসম্যান। আমরা চাই, সে যত বেশি সম্ভব বল খেলুক, কারণ আইপিএল মাত্র ২০ ওভারের খেলা। যত বেশি বল রিয়ান ব্যাট করতে পারবে, দলের জন্য তত ভালো হবে।’
আমরা চাইছি, সে আরও বেশি সময় ব্যাট করুক - রাহুল দ্রাবিড়
তিনি আরও যোগ করেন, ‘তবে অবশ্যই আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি, প্রয়োজন হলে পরিবর্তনও আনতে পারি। তবে তাঁকে তিন নম্বরে পাঠানোর মূল কারণ ছিল ইতিবাচক। আমরা চাইছি, সে আরও বেশি সময় ব্যাট করুক। কারণ আমরা জানি, সে কতটা বিধ্বংসী ব্যাটসম্যান, আর বেশি সময় পেলে সে আরও বড় রান করতে পারবে, যা দলকে উপকার করবে।’
আরও পড়ুন … ভিডিয়ো: CSK-র তরুণ তারকার আবদারে অবাক কোহলি! হাসি থামাতে পারলেন না ধোনি
অধিনায়কত্বেও নজর কাড়ছেন পরাগ
শুধু ব্যাটিং নয়, ক্যাপ্টেন্সির দায়িত্বও সামলাচ্ছেন রিয়ান পরাগ। নিয়মিত অধিনায়ক সঞ্জু স্যামসনের আঙুলের চোটের কারণে তিনি ফিল্ডিং করতে পারছেন না এবং ‘ইমপ্যাক্ট সাব’ হিসেবে শুধুমাত্র ব্যাট করছেন। ফলে পরাগের কাঁধে রাজস্থানের অধিনায়কত্বের দায়িত্ব এসেছে। তবে প্রথম দুই ম্যাচে হারের পরও, রাহুল দ্রাবিড় তার প্রতি আস্থা রেখে বলছেন, পরাগ ভালোভাবেই মানিয়ে নিচ্ছেন।
রিয়ান খুব ভালো ভাবে মানিয়ে নিচ্ছেন- রাহুল দ্রাবিড়
রাহুল দ্রাবিড় ২০১৭ সালে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের কোচ থাকাকালীন ১৬ বছর বয়সি পরাগকে প্রথম কোচিং করান, এবং তখন থেকেই তার প্রতিভায় বিশ্বাস রেখেছেন। এখন রাজস্থানের অধিনায়কত্ব পেয়ে সেই নেতৃত্বের ছাপও রেখে চলেছেন পরাগ। রাহুল দ্রাবিড় বলেন, ‘আমার মতে, রিয়ান খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে। প্রথম ম্যাচেই ২৮০ রান চেজ করা সহজ নয়, বিশেষ করে অধিনায়ক হিসেবে! কিন্তু যে ঠাণ্ডা মাথায় সে দলকে নিয়ন্ত্রণ করেছে এবং দলকে ঘাবড়ে যেতে দেয়নি, তা সত্যিই প্রশংসনীয়।’
আরও পড়ুন … IPL 2025: চিপকে CSK হারতেই রায়ডুকে RCB ভক্তদের খোঁচা! মজার জবাব দিয়ে ভাইরাল অম্বাতি
রিয়ানের নেতৃত্বের দক্ষতা নিয়ে খুশি দ্রাবিড়
তিনি আরও বলেন, ‘কেকেআরের বিরুদ্ধে ম্যাচেও, দুই বাঁহাতি ব্যাটসম্যানের বিরুদ্ধে সে সাহসী সিদ্ধান্ত নিয়ে নিজেই বল করতে এসেছে, পাওয়ারপ্লের পঞ্চম ওভারেই। এটাই একজন বুদ্ধিদীপ্ত অধিনায়কের বৈশিষ্ট্য। এই অভিজ্ঞতা তার জন্য দারুণ সুযোগ, যতদিন সঞ্জু পুরোপুরি ফিট না হন। সে খুবই পরিণত, স্পষ্ট ধারণা রাখে এবং ইতিমধ্যেই বেশ ভালো নেতৃত্ব দিচ্ছেন।’
রাজস্থানের পরবর্তী চ্যালেঞ্জ
রাজস্থান রয়্যালসের পরবর্তী ম্যাচ রবিবার, যেখানে তারা চেন্নাই সুপার কিংসের (CSK) মুখোমুখি হবে। ম্যাচটি হবে গুয়াহাটিতে। এরপর দল ফিরে যাবে রাজস্থানে, এবং নিজেদের হোম ম্যাচগুলোতে ভালো পারফর্ম করার লক্ষ্য রাখবে। পরাগের ব্যাটিং ফর্ম এবং অধিনায়কত্বের দক্ষতা রাজস্থানের জন্য কতটা কার্যকর হয়, সেটিই এখন দেখার বিষয়!