আইপিএল ২০২৬ সাল থেকে কি পাকিস্তানের ক্রিকেটারদের ওপর নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে? হঠাৎই জল্পনা তৈরি হল পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আমিরের কথায়। তিনি জানিয়ে দিলেন, আর কয়েক মাসের অপেক্ষা। তারপরই তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে পারবেন। নিজের প্রিয় দলের হয়ে খেলার ইচ্ছাপ্রকাশও করলেন ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে পাকিস্তানের জয়ের নায়ক।
এক দশক ধরে আইপিএলে নেই পাক ক্রিকেটাররা
আসলে মুম্বইয়ের তাজ হোটেলে জঙ্গি হামলার পর থেকেই আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের খেলায় নিষেধাজ্ঞা জারি করা হয়। শুধু তাই নয়, এরপর সীমান্ত জঙ্গি কার্যকলাপের জেরে পাকিস্তানের সঙ্গে ক্রিকেটসহ সমস্ত ক্রীড়া সংক্রান্ত সম্পর্ক ছিন্ন করে ভারত, ফলে সেদেশে ব্যতিক্রমি কোনও ইভেন্ট ছাড়া খেলোয়াড়দের ছাড়ে না ভারত। এমন কি সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারত সরকার বিরাটদের যেতে দেয়নি সেদেশে।
আফ্রিদি-আখতাররা আইপিএলে দাপিয়ে খেলেছেন
একটা সময় পাকিস্তানের সোহেল তানবীর, শাহিদ আফ্রিদি, শোয়েব আখতার, উমর গুল, মহম্মদ হাফিজ, সলমন বাট, আবদুল রাজ্জাকসহ প্রচুর ক্রিকেটারকেই খেলতে দেখা যেতে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে। কলকাতা নাইট রাইডার্স দলেই ছিল একগুচ্ছ পাকিস্তানের ক্রিকেটার। যদিও ২০০৯ সালের হামলার পর থেকেই তাঁরা আর খেলতে পারেনা ভারতে। তাহলে মহম্মদ আমির কীভাবে খেলবেন আইপিএলে?
ব্রিটিশ নাগরিকত্ব পেতে চলেছেন মহম্মদ আমির
এমনিতে মহম্মদ আমির গতবছরই পাকিস্তান ক্রিকেট থেকে অবসর নেন। এছাড়া তিনি ইংল্যান্ডে একটা সময় ম্যাচ ফিক্সিংকাণ্ডে জড়িয়ে নির্বাসনের কোপে পড়লেও তিনি সেদেশেরই অর্থাৎ ব্রিটিশ নাগরিক নার্গিসকে ২০২০ সালে বিয়ে করায় সেদেশের পাসপোর্ট পাওয়ার জন্য যোগ্য হয়ে গেছেন। তাই ২০২৫র শেষেই তিনি সেদেশের পাসপোর্ট পেয়ে যাবেন বা নাগরিকত্ব পেয়ে যাবেন বলে আশা করছেন। সেক্ষেত্রে ইংরেজ নাগরিকত্ব নিয়ে আমিরের আইপিএলের খেলার ক্ষেত্রে কোনও বাধা থাকবে না।
আরসিবিতে খেলতে চান আমির
মহম্মদ আমির সম্প্রতি এক টিভি শোতে গিয়ে এই নিয়েই বলেন, ‘আগামী বছরের মধ্যেই একটা সুযোগ তৈরি হতে পারে বলে মনে হচ্ছে, যদি সুযোগ পাই তাহলে কেন খেলব না আইপিএলে। আর সুযোগ পেলে নিশ্চয় বিরাট কোহলির পাশে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলতে চাইব। বিরাট কোহলি আমায় ব্যাট উপহার দিয়েছিল, যা দেখে আমি অবাক হয়ে গেছিলাম। বিরাট আমার বোলিংয়ের প্রশংসা করে, আমিও ওর ব্যাটিংয়ে মুগ্ধ। আমি বিরাটের দেওয়া ব্যাট দিয়ে কয়েকটা ভালো ইনিংসও খেলেছি? ’।