'বিশ্বের অন্যতম আশ্চর্যগুলির মধ্যে একটি।' ভারত সফরে এসে সপরিবারে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের তাজমহল পরিদর্শনে প্রতিক্রিয়া জানিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। গত বুধবার তাজমহল দেখতে গিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নাগরিক জেডি ভ্যান্স এবং তাঁর স্ত্রী উষা। দম্পতির সঙ্গে তাঁদের তিন সন্তানও ছিল। দুই ছেলে বিবেক ও রিওয়ান পরেছিল কুর্তা-পাজামা। আর মেয়ে মিরাবেল পরেছিল সালোয়ার স্যুট। ছেলেদের কুর্তার মতোই ম্যাচিং সাদার উপর বেগুনি-নীলচে রঙের পোশাক পরেছিলেন উষা ভ্যান্স। (আরও পড়ুন: পহেলগাঁও জঙ্গি হামলার পরে পাকিস্তানকে 'বাঁচানোর চেষ্টা'! গ্রেফতার বিধায়ক)
আরও পড়ুন-Heatwave:গরমে বিপর্যস্ত জনজীবন! মধ্য এবং উত্তর-পশ্চিম ভারতে তাপপ্রবাহের সতর্কতা, বাড়ছে পারদ
আগ্রায় মার্কিন ভাইস প্রেসিডেন্টকে স্বাগত জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাজমহল ঘুরে দেখার পর ভিজিটর্স বুকে স্থাপত্যকৃতি সম্পর্কে ভ্যান্স লেখেন, 'তাজমহল অসাধারণ। সত্যকারের প্রেমের প্রতীক। মানুষের তৈরি অত্যাশ্চর্য শিল্প এবং ভারতের মতো এক মহান দেশের প্রতি শ্রদ্ধা জানাই, ধন্যবাদ।' সপরিবারে তাঁরা বেশ কিছু ছবিও তোলেন। তারপর মূল সমাধির দিকে এগিয়ে যান। পরে এক্স বার্তায় সপরিবারে তাজমহল পরিদর্শনের ছবি দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট লিখেছেন, 'আজ আমি এবং উষা, বাচ্চাদের সঙ্গে তাজমহল পরিদর্শন করেছি। এটি অত্যন্ত সুন্দর ঐতিহাসিক স্থান এবং সেখানে আমাদের উষ্ণ অভ্যর্থনার জন্য আমি কৃতজ্ঞ!' এরপরেই ইলন মাস্ক এক্স-এ ভ্যান্সের ওই বার্তায় বলেছেন, 'বিশ্বের অন্যতম আশ্চর্যগুলির মধ্যে একটি।' আর মাস্কের এই ভারত সম্পর্কে প্রতিক্রিয়ায় কি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কুটিনীতিবিদরা। কারণ চলতি বছরের শেষে ভারতে আসবেন টেসলাকর্তা ইলন মাস্ক। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা হয়েছে তাঁর। প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে তাঁদের। ওই ফোনালাপের পরেই ভারত সফরে আসার সিদ্ধান্তের কথা স্বয়ং প্রধানমন্ত্রী। এরই মাঝে ইলন মাস্কের বিশেষ প্রতিক্রিয়া।
আরও পড়ুন: '৩ দশক ধরে নোংরা কাজ করে আসছি', ব্রিটিশ মিডিয়াতে অকপট স্বীকারোক্তি পাক মন্ত্রীর
অন্যদিকে, তাজমহলে মার্কিন ভাইস প্রেসিডেন্টের গাইড নীতিন সিং বলেন, তাঁরা তাজমহল প্রায় সওয়া ঘণ্টা ধরে ঘুরে ঘুরে দেখেন। শাহি দরজার সামনে নীতিনের মুখে তাজমহলের ইতিহাস সম্পর্কে খুব মন দিয়ে শোনেন ভ্যান্স ও উষা। কে এই তাজমহল তৈরি করেছিলেন, কবে তৈরি হয়েছিল, কেন তৈরি হয়েছিল এই স্মৃতিসৌধ, এটি সম্পূর্ণ করতে কত বছর সময় লেগেছিল, সবকিছু মন দিয়ে শোনেন তাঁরা। উষা ভ্যান্স সপ্তদশ শতকের এই সৌধ নির্মাণে কীভাবে এত শ্বেতপাথর ব্যবহার করা হয়েছে, তা জানতে চান গাইডের কাছে। স্থাপত্য শিল্প ও এই পাথর কোথা থেকে আনা হয়েছিল তা নিয়েও জিজ্ঞাসাবাদ করেন। ভ্যান্স ঘুরতে ঘুরতে বলেন, আমি বহু জায়গায় গিয়েছি। কিন্তু, এটা সবথেকে বেশি সুন্দর।গাইড নীতিন আরও বলেন, তাঁদের মেজ ছেলে বিবেক আশ্চর্য হয়ে যায় যে, কী করে এত ভারী পাথর দূর থেকে নিয়ে আসা হয়েছিল। তখন তাকে বলা হয়, হাতিতে টেনে নিয়ে এসেছিল। তার জবাবে বিবেক তাঁকে বলে, গতকাল আমের দুর্গে সে হাতি দেখেছে। ভ্যান্স পরিবার ফের একবার পর্যটন মরশুমে তাজমহল দেখার ইচ্ছাপ্রকাশ করেন।