পহেলগাঁও জঙ্গি হামলার পর, প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়ে কঠোর অবস্থানের কথাই বলেছেন। তিনি দাবি করেছেন, পাকিস্তানের সঙ্গে ভারতের সব সম্পর্ক ছিন্ন করা উচিত। পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার দাবিকে ন্যায্যতা দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ভাবে ব্যবস্থা নিতে হবে। বাংলার মহারাজ পরিষ্কার বলে দেন, ‘পাকিস্তানের সঙ্গে ১০০ শতাংশ সম্পর্ক ছিন্ন করা উচিত। কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। এটা কোন রসিকতা নয়।’
আরও পড়ুন: MI এখন KKR-এর অনুপ্রেরণা, PBKS-এর বিরুদ্ধে নামার আগে মইনের দাবি, ‘বেশির ভাগ ম্যাচই জিততে হবে’
‘প্রতি বছরই সন্ত্রাসের ঘটনা ঘটে’
সৌরভ গঙ্গোপাধ্যায় এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ‘পহেলগাঁও-এর ঘটনা কোনও রসিকতা নয়। ১০০ শতাংশ, এটা (পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা) করা উচিত। কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। প্রতি বছর এমন ঘটনা ঘটবে, এটা কোন মজার বিষয় নয়। সন্ত্রাসবাদ সহ্য করা হবে না।’ প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-এ পর্যটকদের উপর নৃশংস জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। স্থানীয় কয়েকটি সূত্রের মতে, নিহতের সংখ্যা অন্তত ২৮। আর এই ঘটনায় গোটা বিশ্ব জুড়েই আলোড়ন পড়ে গিয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করছে সব দেশই। এই সন্ত্রাসবাদী হামলাটি করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ), যারা পাকিস্তানের লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত একটি প্রক্সি গ্রুপ। ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর এটিই সবচেয়ে বড় হামলা।
আরও পড়ুন: ফের ব্যর্থ চেন্নাইয়ের ব্যাটিং, IPL-এ হল লজ্জার নজির, চিপকে CSK-কে প্রথম বার হারিয়ে ইতিহাস লিখল SRH
বিসিসিআই-এরও কঠোর মনোভাব
পহেলগাঁও-এ এই সন্ত্রাসবাদী হামলার পর, বিসিসিআইও এই বিষয়ে কঠোর মনোভাব দেখিয়েছে। বিসিসিআই এই জঘন্য ও কাপুরুষোচিত আক্রমণের তীব্র নিন্দা করেছে। আইপিএল চলাকালীন এই হামলায় নিহতদের প্রতিও শ্রদ্ধা জানানো হয়েছিল। হায়দরাবাদ-মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং খেলোয়াড়রা কালো ব্যান্ড পরেন। এই ম্যাচে কোনও চিয়ারলিডার ছিল না। এমন কী কোনও গান বা আতশবাজি ব্যবহার করা হয়নি।
বলা হচ্ছে যে, বিসিসিআই এই ঘটনার পর পাকিস্তানকে নিয়ে আরও কঠোর হতে পারে। এটা সম্ভব হতে পারে যে, আইসিসি ইভেন্টে ভারত ও পাকিস্তানের দল একই গ্রুপে নাও থাকতে পারে, যদিও এই বিষয়ে কোনও নিশ্চিত খবর নেই। আগামী সময়ে, ভারত ও পাকিস্তান এশিয়া কাপ, মহিলা ওয়ানডে বিশ্বকাপ, আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সহ অনেক বড় টুর্নামেন্টে একে অপরের মুখোমুখি হবে। ২০২৬ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। এখন দেখার বিষয় হল, পহেলগাঁও জঙ্গি হামলার উত্তাপে ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্কে আরও কতটা অবনতি হয়!