আসন্ন এশিয়া কাপকে যদি ধরা হয় বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ, তাহলে আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ পাকিস্তানের কাছে এশিয়া কাপের স্টেজ রিহার্সাল হিসেবে বিবেচিত হওয়াইಞ স্বাভাবিক। শ্রীলঙ্কার মাটিতেই অনুষ্ঠিত হবে এশিয়া কাপের বেশিরভাগ ম্যাচ। বাবর আজমরা দ্বীপরাষ্ট্রেই আফগানদের বিরুদ্ধে দ্বি-পাক্ষিক সিℱরিজে লড়াই চালাচ্ছেন।
সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে দাপুটে জয় তুলে নিলেও পাকিস্তানের শুরুটা হয় ভয়ানকরকম খারাপভাবে। টস জিতে শুরুতে ব্যাট𒁃 করতে নেমে তারা প্রথম ২ ওভারে ২টি উইকেট হারিয়ে বসে। প্রথম ওভারেই ফজলহক ফারুকির বলে স্লিপে মহম্মদ নবির হাতে ধরা পড়েন ফখর জামান। দ্বিতীয় ওভারে বাবর আজমকে এলবিডব্লিউ-র ফাঁদে জ🔯ড়ান মুজিব উর রহমান। বাবর ৩ বল খেলে শূন্য রানে আউট হন।
উল্লেখযোগ্য বিষয় হল, ♛এশিয়া কাপের প্রস্তুতি মঞ্চে বাবর শূন্য রানে আউট হওয়া মাত্রই ইমরান খানের হতাশাজনক এক নজিরে ভাগ বসান। একা ইমরানের সঙ্গেই নয়, বরং বাবর একাসনে বসে পড়েন জাভেদ মিয়াঁদাদ, আজহার আলি ও ইউনিস খানের সঙ্গেও।
ওয়ান ডে ক্রিকেটে বাবর আজম এই নিয়ে চারবার শূন্য রানে আউট হলেন। তিনি ওয়ান ডে ক্যাপ্টেন হিসেবে এই নিয়ে মোট দু'বার খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। পাকিস্তানের অধিনায়ক হিসেবে সব থেকে𝓰 বেশি ওয়ান ডে ম্যাচে শূন্য রানে আউট হওয়ার নিরিখে ইমরানদের নজিরে ভাগ বসান বাবর। তিনি আপাতত তালিকায় যুগ্মভাবে চার নম্বরে রয়েছেন।
আরও পড়ুন:- ৬,৪,৬,৪: ফিঞ্চের জমজমাট পার্টিতে জল ঢালার তাড়া ছিল অ্যান্🐽♔ডারসনের, ‘গোল্লা পাকানো’ রায়নার দলকে হারালেন ভাজ্জিরা
পাকিস্তানের ক্যাপ্টেন হিসেবে সব থেকে বেশি ওয়ান ডে ম্যাচে শূন্য রানে আউট হওয়ার রেকর্ড রয়েছে ওয়াসিম আক্রমের। তিনি দেশকে নেতৃত্ব দিতে নেমে মোট ৮টি ওয়ান ডে ম্যাচে শূন্য রানে সাজঘরে ফেরেন। যুগ্মভাবে তালিকার দ্বিতীয় স্🎉থানে রয়েছেন ইমজামাম উল হক ও মইন খান। উভয়েই পাকিস্তানের ওয়ান ডে ক্যাপ্টেন হিসেবে ৪টি করে ম্যাচে শূন্য রানে আউট হন। তিন নম্বরে রয়েছেন মিসবা উল হক। তিনি পাকিস্তানের ক্যাপ্টেন হিসেবে ৩টি ওয়ান ডে ম্যাচে শূন্য রান করেন।
আরও পড়ুন:- ধোনির জন্যই ২০১১-য় বিশ্বকাপ খেলার সু🐠যোগ পাননি রোহিত, পর্দার আড়ালের সত্য স꧋ামনে আনলেন তৎকালীন নির্বাচক
বাবর ২ বছর পরে ওয়ান ডে ক্রিকেটে শূন্য রানে আউট হলেন। তিনি ৫০ ওভারের আন্তর্জ༒াতিক ক্রিকেটে শেষবার খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন ২০২১ সালের জুলাইয়ে কার্ডিফে ইংল্যান্ডের বিরুদ্ধে।