শনিবার থেকে ফের শুরু হয়ে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ। ভারত-পাকিস্তান অশান্তির আবহে ৮ মে বন্ধ হয়েছিল এই লিগ। তখনই বোর্ডের তরফে অর্থাৎ আইপিএলের গভার্নিং কাউন্সিলের সদস্যরা জানিয়েছিলেন, ১ সপ্তাহের জন্য এই লিগ স্থগ🌃িত করা হয়েছে। কথা মতো, দিন দশেকের মধ্যেই ফের আইপিএল চালু করেছে বোর্🙈ড। দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতির পরই এই সিদ্ধান্ত নেয় বিসিসিআই।
কিন্তু আইপিএলের দ্বিতীয় পর্বে অথবা নতুন করে আইপিএলে♏র যে পর্ব আজ থেকে শুরু হচ্ছে, সেখানে অনেক ক্রিকেটারই খেলতে আসতে চাইছেন না। ভারতে তাঁদের নিরাপত্তাজনিত কোনও সমস্যা না থাকলেও, যেহেতু স্টার্করা অস্ট্রেলিয়ার বিশ্ব চ্যাম্পিয়নশিপর ফা🌠ইনালের দলে রয়েছে, তাই তাঁদের আন্তর্জাতিক সূচির সঙ্গে আইপিএলের ক্ল্যাশ হয়ে যাচ্ছে।
এই আবহেই এবার আইপিএলের পরবর্তী পর্ব নিয়ে টাইমস অফ ইন্ডিয়ার কাছে এক সাক্ষাৎকারে বেশ আত্মবিশ্বাসী দেখাল চেয়ারম্যান অরূণ ধুমলকে। তিনি বলছেন, ‘আইপিএল স্থগিত করার সিদ্ধান্তটা খুবই স্পর্শকাতর বিষয় ছিল। ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টায় আমাদের নজর দিতে হত।ꦯ তবে আইপিএল নিয়ে কোনও আশঙ্কার জায়গা ছিল না। আমরা লিগ স্থগিত করেছিলেন একটা সতর্কতা হিসেবে। কখনও কখনও দেশের মানুষের আবেগকেই প্রাধান্য দিতে হয়। তখন দেশের পাশে, দেশের সেনার পাশে সব সময় দাঁড়াতে হয়। আমরা সংঘর্ষবিরতির পরই আমাদের ফ্র্যাঞ্চাইজি এবং ব্রডকাস🐬্টারসহ সকলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়ে ফেলি, যে এখনই লিগ শেষ করার সেরা সময়। কারণ পরের দিকে ক্রিকেটারদের আন্তর্জাতিক খেলাও শুরু হয়ে যাবে ’।
অনেক ক্রিকেটার ফিরতে পারছে না আইপিএলের এই পর্যায়। এই নিয়ে অরূণ ধুমল আরও বলছেন, ‘আমরা বুঝতে পারছি, ক্রিকেটারদেরও একটা আলাদা কমিটমেন্ট রয়েছে নিজের দেশের বোর্ডের সঙ্গে। আমরা যেহেতু এক সপ্তাহ পিছিয়ে গেছি, তাই এই সমস্যাটা হয়েছে। তবে অধিকাংশ ক্রিকেটাররাই আবার আইপিএলে ফিরেছে, তাই আমি আশাবাদী লিগের জৌলুশ বা মান, কোনওটাই কমবে না। কোনও ক্রিকেটারের ওপরেই আমরা আমাদের সিদ্ধান্ত চাপিয়ে দিই নি, বা জোর করে খেলতে বলিনি। কারণ আমাদের সঙ্গ🤡ে ক্রিকেটার ও সব দেশের বোর্ডের বেশ ভালো সম্পর্ক রয়েছে। কারণ ক্রিকেটারদের চাপ দিয়ে খেলাতে আনলেও, সেটায় খেলার মান বাড়বে না ’।
দঃ আফ্রিকা বোর্ডের ক্রিকেটার ছাড়া নিয়ে কিছু সমস্যা তৈরি হয়েছে, এই নিয়েও আইপিএল চেয়ারম্যান জানান, ‘আমরা জানি যে দঃ আফ্রিকা প্রথমবার 🐬টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠেছে, এটা ওদের কাছে খুবই গুরুত্বপূর্🙈ণ। তাই ওদের সঙ্গে কথা বলেছি, যাতে যে ক্রিকেটারদের WTC ফাইনালের জন্য নির্বাচিত করা হয়নি স্কোয়াডে, তাঁদেরকে যাতে ভারতে পুরো আইপিএল খেলতে দেওয়া হয়’।