'দ♔রজা খুলেছে। কীভাবে ধারাবাহিকতা বজায় রাখতে হয় জানি।' দোহা ডায়মন্ড লিগের আসরে শেষমেশ ৯০ মিটারের গণ্ডি টপকে অনুরাগীদের নতুন করে স্বপ্ন দেখালেন নীরজ চোপড়া। তাঁর স্পষ্ট দাবি, ‘আর নির্দিষ্ট কোনও লক্ষ্য নয়, দেশের পতাকা যত উঁচুতে তুলে ধরা যায়, সেই চে🍸ষ্টা করব।’
বর্ণোজ্জ্বল কেরিয়ারে একজোড়া অলিম্পিক মেডেল জিতেছেন নীরজ চোপড়া। তবে একটাই আক্ষেপ ছিল যে, ৯০ মিটার দূরত্বে কখনও জ্যাভেলিন ছুঁড়তে পারেননি তিনি। ৮৯ মিটারে পৌঁছেছেন একাধিকবার। প্রায় মিয়মিত ৮৮ ✨মিটার দূরত্বে জ্যাভেলিন ছোঁড়েন। তবে ৯০ মিটারের কুলীন কূলে ঢোকা সম্ভব হচ্ছিল না।
শুক্রবার দোহা ডায়মন্ড লিগে শেষমেশ সেই বাধাও ভেঙে যায়। ৯০.২৩ মিটার দূরে জ্✱যাভেলিন ছুঁড়ে কেরিয়ারের সেরা পারফর্ম্যান্স উপহার দেন নীরজ। স্বাভাবিকভাবেই নীরজের কতিত্বে উচ্ছ্বসিত ভারতীয় ক্রীড়ামহল।
দীর্ঘদিনের অধরা স🎐্বপ্নপূরণের পরে নীরজ বলেন, ‘৮৯ 🌜মিটারে অনেকবার ছুঁড়েছি। অবশেষে ৯০ মিটারও হয়ে গেল। এতদিনে ৯০ মিটারের রাস্তা পেয়ে গিয়েছি। আমি ধারাবাহিকতা বজায় রাখতে জানি। আত্মবিশ্বাস রয়েছে যে, এটা আমি বারবার করতে পারব। আমি ওটাও জানি যে, আরও ভালো থ্রো আসবে।’
নীরজ পরক্ষণেই বলেন, ‘সবকিছুই অর্জন করেছিলাম। শুধু এটাই বাকি ছিল। এটা আমার জন্যও নতুন একটা কীর্তি। সারা দেশের জন্যও। ভারতের কেউ ৯০ মিটা🌳রের গণ্ডি টপকাল, এটা দারুণ বিষয়। টার্গেট তো পূরণ হয়েছে। এখন চেষ্টা করব যত উঁচুতে ওঠা যায়। দেশের পকাতা যত সম্ভব উঁচুতে তুলে ধরার চেষ🐽্টা করব। যতদিন খেলব, দেশের নাম উজ্জ্বল করার চেষ্টা করে যাব।'
নীরজ নিজের কীর্তির জন্য কৃতিত্ব দেন কোচ জেলেজনিকে। গত ফেব্রুয়ারি থেকে জেলেজনির তত্ত্বাবধানে ট্রেনিং শুরু করেন নীরজ। অল্প সময়ে🅰ই তার ফল মেলে হাতে নাতে। জেলেজনি সচরাচর বড় কোনও ইভেন্ট ছাড়া শিষ্যদের সঙ্গে থাকেন না। তবে দোহায় তিনি ন♛ীরজের পাশে ছিলেন। প্রস্তুতিতে নীরজের ছন্দ দেখে কোচই তাঁকে বলেন যে, দোহাতেই ৯০ মিটারের গণ্ডি টপকাতে পারেন চোপড়া।
আরও পড়ুন:- ৭৫০ ছক্কা, ৭৫০ চার, চিন্নাস্বামী꧃র RCB vs KKR🌠 ম্যাচে মাইলস্টোনের লড়াই রাসেল-কোহলির
এ প্রসঙ্গে নীরজ বলেন, ‘আমরা দক্ষিণ আফ্রিকায় কঠোর পরি꧟শ্রম করেছি। এখনও কয়েকটি বিষয় নিয়ে আমরা কাজ করছি। সবে মাত্র ফেব্রুয়ারি থেকে জেলেজনির কাছে ট্রেনিং শু🌺রু করেছি। এখনও অনেক কিছু শিখছি। দোহায় প্রস্তুতির সময় কয়েকটা থ্রো দেখে কোচই বলেন যে, এখানেই ৯০ মিটার আসতে চলেছে। ৯০ মিটারে পৌঁছনোর পরেও উনি বলেন যে, এখনও ২-৩ মিটার দূরে ছুঁড়তে পারি আমি। যদিও সেটা শেষমেশ হয়নি। তবে ৯০ মিটারের গণ্ডি টপকে আমি খুশি।’
দোহা ডায়মন্ড লিগ ২০২৫-এ নীরজের পারফর্ম্যান্স
শুক্রবার দোহায় প্রথম প্রচেষ্টায় ৮৮.৪৪ মিটার দূরে জ্যাভেলিন ছোঁড়েন নীরজ। দ্বিতীয় প্রচেষ্টায় ফাউল থ্রো করেন নীরজ। তৃতীয় প্রচেষ্টায় ৯০.২৩ মিটার দূরে জ্যা🐻ভেলিন ছুঁড়ে কেরিয়ারের সেরা পারফর্ম্যান্স নথিবদ্ধ করেন নীরজ। ভারতীয় তারকা চতুর্থ প্রচেষ♛্টায় ৮০.৫৬ মিটার দূরে জ্যাভেলিন ছোঁড়েন। তিনি পঞ্চম প্রচেষ্টায় ফাউল থ্রো করেন। ষষ্ঠ তথা শেষ প্রচেষ্টায় নীরজ ৮৮.২০ মিটার দূরে জ্যাভেলিন ছোঁড়েন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।