তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া বৃহস্পতিবার স্পষ্ট করে বলে দিয়েছেন যে, তাঁর সঙ্গে পাকিস্তানের তারকা আরশাদ নাদিমের মধ্যে কখনও ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল না। তিনি আরও বলেছেন, সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতি আর আগের মতো থাকবে না।
প্রসঙ্গত, নিজের নামাঙ্কিত প্রতিযোগিতায় পাকিস্তানের আরশাদ নাদিমকে আমন্ত্রণ জানিয়ে বিতর্কে জড়িয়েছিলেন নীরজ চোপড়া। তা নিয়ে তীব্র বিতর্ক হয়েছিল। যার জেরে গত মাসে পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর নীরজ চোপড়া এবং তাঁর পরিবার সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণের মুখোমুখি হয়েছিল। যদিও এখন তা স্থগিত করা হয়েছে। যাইহোক এবার যেন সেই বিতর্কে ধামাচাপা দিলেন নীরজ।
দুবাইতে ডায়মন্ড লিগের প্রাক্কালে নাদিমের সঙ্গে তাঁর বন্ধুত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হলে, দু'বারের অলিম্পিক্স পদকজয়ী এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন নীরজ চোপড়া স্পষ্ট উত্তর দেন, ‘সবার আগে একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই, আমার সঙ্গে কখনও-ই আরশাদ নাদিমের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না।’
গত বছর প্যারিস অলিম্পিক্সে নাদিম স্বর্ণপদক জিতেছিলেন, যেখানে চোপড়া ২০২১ সালে টোকিয়ো অলিম্পিক্সে সোনা জিতেছিলেন। এক সংবাদিক সম্মেলনে নীরজ চোপড়া আরও বলে দেন, ‘এই ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে, আমাদের মধ্যে আগের মতো আর আলোচনাও হবে না। কিন্তু কেউ যদি আমার সঙ্গে সম্মান দেখিয়ে কথা বলে, তাহলে আমিও তার সঙ্গে সম্মানের সঙ্গেই কথা বলি।’
নীরজ এর সঙ্গে যুক্ত করেছেন, ‘খেলোয়াড় হিসেবে আমাদের একে অপরের সঙ্গে কথা বলতে হবে। বিশ্ব জুড়ে ক্রীড়া সম্প্রদায়ে আমার কিছু ভালো বন্ধুও আছে, শুধু জ্যাভলিন থ্রোতে নয়, অন্যান্য খেলাতেও। যদি কেউ আমার সঙ্গে সম্মানের দেখিয়ে কথা বলে, তাহলে আমিও তার সাথে পূর্ণ সম্মানের সঙ্গেই কথা বলব।’
হরিয়ানা তারকা এখানেই থামেননি। বলেছেন, ‘জ্যাভলিন থ্রোয়ের একটি খুব ছোট সম্প্রদায় আছে এবং প্রত্যেকেই তাদের দেশের জন্য প্রতিযোগিতা করছে এবং প্রত্যেকেই তাদের সেরাটা দিতে চায়।’
নিজের নামে আয়োজিত প্রতিযোগিতা ‘এনসি ক্লাসিকে’ নাদিমকে আমন্ত্রণ জানিয়েছিলেন নীরজ। তার পরেই ঘটে পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনা। সেই ঘটনার পর নাদিমকে আমন্ত্রণ জানানো নিয়ে দেশবাসীর নিন্দা এবং আক্রমণের মুখে পড়তে হয়েছিল নীরজ এবং তাঁর পরিবারকে। যেটা তারকা ক্রীড়াবিদের কাছে অত্যন্ত যন্ত্রণার ছিল।
নীরজ অবশ্য এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছিলেন, ‘নাদিমকে এনসি ক্লাসিকে আমন্ত্রণ জানানো নিয়ে প্রচুর কথা হচ্ছে। চারিদিকে শুধু ঘৃণা আর কটুক্তি। আমার পরিবারকেও ছাড়া হচ্ছে না। একজন ক্রীড়াবিদ হিসাবে আরশাকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তার চেয়ে বেশি কিছু নয়। আমার লক্ষ্য ছিল এনসি ক্লাসিকের মাধ্যমে বিশ্বের সেরাদের ভারতে আনা। সব ক্রীড়াবিদের কাছে আমন্ত্রণ পাঠানো হয়েছিল। পহেলগাঁও কাণ্ডের আগেই আমন্ত্রণ চলে গিয়েছিল। পরের ৪৮ ঘণ্টায় যা ঘটেছে, তার পর আরশাদের এই প্রতিযোগিতায় যোগ দেওয়ার প্রশ্নই ওঠে না।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।