সদ্যই স্টার জলস🅘ার পর্দায়🅘 শুরু হয়েছে নতুন ধারাবাহিক বুলেট সরোজিনী। এই ধারাবাহিকে রয়েছে রহস্যের ছোঁয়া, রয়েছে ত্রিকোণ প্রেমের গল্প। এই ধারাবাহিকের হাত ধরেই মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে কাজে ফিরেছেন শ্রীময়ী চট্টরাজ। এবার জানা গেল আরেক জনপ্রিয় অভিনেত্রী যুক্ত হলেন এই ধারাবাহিকের সঙ্গে। কে তিনি?
কী ঘটেছে?
বুলেট সরোজিনী ধারাবাহিকের কাস্টে নাম জুড়ল অভিনেত্রী অলকানন্দা গুহর। তাঁকে এর আগে স্টার জলসার দুই হিট মেগা বধূয়া এবং চিনি ধারাবাꩵহিকে দেখা গিয়েছিল। কিছ𒉰ুদিনের বিরতি নিয়ে তিনি নতুন কাজ নিয়ে ছোট পর্দায় এলেন।
অলকানন্দা গুহ আজকালকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন তাঁকে বুলেট সরোজিনী ধারাবাহিকের ভিকি নন্দীর বিপরীতে দেখা যাবে। তাঁর চরিত্রটি বেশ মজার হ♔তে চলেছে বলেই সূত্রের খবর। ভিকি এবং অলকানন্দা গুহর একটি মিষ্টি প্রেমের গ꧙ল্প দেখা যাবে এই ধারাবাহিকে।
আরও পড়ুন: শীঘ্রই বাবা হতে চলেছেন, তার ꩵআগে কার উদ্দেশ্যে পরম লিখলেন, 'প্রেমে পড়াটাও একটা মিরাকেল!'
বুলেট সরোজিনী প্রসঙ্গে
বুলেট সরোজিনী ধারাবাহিকে ত্রিকোণ প্রেমের গল্প দেখা যাব🎶ে। আর এই তিন চরিত্রে থাকবেন দিয়া বসু, অভিষেক বীর শর্মা এবং অর্ণব বন্দ্যোপাধ্যায়কে। মা বাবার হত্যাকারীদের খুঁজে শাস্তিও দিয়ে চায় নায়িকা সরোজিনী। ফলে রয়েছে রহস্যের ছোঁয়াও। এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন শ্রীময়ী চট্টরাজ, শ্রীতমা বৈদ্য, প্রমুখ।
প্রসঙ্গত অলকানন্দা গুহকে আগামীতে বড় পর্দাতেও দেখা যেতে চলেছে। তিনি সৃজিত মুখোপাধ্যায় পরিচা▨লিত লহ গৌরাঙ্গের নাম রে ছবিটিতে কাজ করছেন। এছাড়াও অলকানন্দা ভ্লগিং করেন। ভ্লগার হিসেবেও তিনি দারুণ জনপ্রিয়। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারไ সংখ্যা নজর কাড়ার মতো।