বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে ঢোকা হর্ষিত রানার ইয়র্কারে ব্যাট পেতে ডিপ পয়েন্ট বাউন্ডারিতে ছক্কা। সুনীল নারিনের লেনথ বলে স্টেপ-আউট করে ছক্কা। আন্দ্রে রাসলের অন-দ্য-রাইজ ডেলিভারিতে এক্সট্রা কভার বাউন্ডারির উপর দিয়ে ছক্কা। বরুণ চক্রবর্তীকে ডিপ মিড-উইকেট বাউন্ডারির উপর দিয়ে গ্যালারিতে পাঠানো। বৈভব আরোরাকে মিড-অফ ও কভারের মাঝখান দিয়ে দৃষ্টিনন্দন ড্রাইভে বাউন্ডারি। মিড-উইকেট ও মিড-অনের মাঝখান দিয়ে সাকারিয়াকে চিপ করে বাউন্ডারি। শনিবার ইডেন গার্ডেন্সে প্রিয়াংশ আর্যর হাত থেকে রেহাই পাননি কেকেআরের কোনও বোলার।
আরও উল্লেখযোগ্য বিষয় হল, বিশেষ কোনও একদিকে নয়, বরং মাঠের চারদিকে দুর্দান্ত সব শটে চার ছক্কা হাঁকান পঞ্জাব কিংসের তরুণ ওপেনার। শেষমেশ আন্দ্রে রাসেলের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বৈভব আরোরার হাতে ধরা পড়েন প্রিয়াংশ। তবে সাজঘরে ফেরার আগে দলকে বড় রানের ভিতে বসিয়ে দিয়ে যান ২৩ বছর বয়সী বাঁ-হাতি ব্যাটার।
২৭ বলে হাফ-সেঞ্চুরি প্রিয়াংশ আর্যর
শনিবার ইডেনে আইপিএল ২০২৫-এর ৪৪তম ম্যাচে সম্মুখসমরে নামে কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংস। এই ম্যাচে ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে মাত্র ২৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন প্রিয়াংশ আর্য। পঞ্জাব দলনায়ক শ্রেয়স আইয়ার টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। দলনায়কের সিদ্ধান্তকে এক্কেবারে যথাযথ প্রমাণ করেন দুই ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিং।
পাওয়ার প্লে-র ৬ ওভারে পঞ্জাব বিনা উইকেটে ৫৬ রান সংগ্রহ করে। তারা দলগত ১০০ রানের গণ্ডি টপকায় ১০.৩ ওভারে। শেষে ১১.৫ ওভারে সাজঘরে ফেরেন প্রিয়াংশ। দলগত ১২০ রানে ভাঙে পঞ্জাবের ওপেনিং জুটি। প্রিয়াংশ ৩৫ বলে ৬৯ রানের মারকাটারি ইনিংস খেলে মাঠ ছাড়েন। তিনি ৩টি চার ও ৫টি ছক্কা হাঁকান।
শতরান হাতছাড়া প্রভসিমরন সিংয়ের
পিছিয়ে ছিলেন না পঞ্জাব কিংসের অপর ওপেনার প্রভসিমরন সিংও। তিনি সুনীল নারিনকে সুইচ হিটে ছক্কা হাঁকান। দৃষ্টিনন্দন সব বাউন্ডারি মারেন কেকেআরের বোলারদের। প্রভসিমরন ২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। যদিও নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন তিনি।
প্রভসিমরন ৪৯ বলে ৮৩ রানের দাপুটে ইনিংস খেলে আউট হন। বৈভব আরোরার বলে রোভম্যান পাওয়েলের হাতে ধরা পড়ার আগে ৬টি চার ও হাফ-ডজন ছক্কা হাঁকান তিনি। পঞ্জাব কিংস শেষমেশ নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২০১ রান সংগ্রহ করে।