মেঘে মেঘে বেলা বেড়েছে, বুঝেছিল আরসিবি। সম্ভবত সেই কারণেই গ্লেন ম্যাক্সওয়েলকে আইপিএল ২০২৫-এর আগে স্কোয়াড থেকে ছেড়ে দেয় বেঙ্গালুরু। মেগা নিলাম থেকে পঞ্জাব কিংস অজি তারকাকে ৪ কোটি ২০ লক্ষ টাকায় কিনে বাজি মেরেছে ভেবেছিল। তবে তারা এখন পস্তাচ্ছে নিশ্চিত। কেননা চলতি আইপিএলে যে রকম ধারাবাহিকভাবে ব্যর্থ ম্যাক্সওয়েল, তাতে তাঁর ক্রমাগত প্রথম একাদশে সুযোগ পাওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করাই স্বাভাবিক।
এবছর পঞ্জাব কিংসের হয়ে মোট ৭টি ম্যাচে মাঠে নামেন গ্লেন ম্যাক্সওয়েল। ৬টি ইনিংসে ব্যাট করে তিনি সংগ্রহ করেছেন সাকুল্যে ৪৮ রান। রাজস্থানের বিরুদ্ধে একটি ম্যাচে তিনি ৩০ রান করেন। বাকি একটিও ইনিংসে দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি ম্যাক্সওয়েল। আইপিএল ২০২৫-এ ম্যাক্সওয়েলের ব্যাটি গড় মাত্র ৮.০০। স্ট্রাইক-রেটে ৯৭.৯৫। তিনি চার মেরেছেন ৫টি এবং ছক্কা হাঁকিয়েছেন মোটে ১টি।
গত বছর আরসিবির হয়ে গ্লেন ম্যাক্সওয়েল ৯টি ইনিংসে ব্যাট করে সংগ্রহ করেন সাকুল্যে ৫২ রান। আইপিএল ২০২৪-এ তিনি ৫.৭৭ গড়ে রান সংগ্রহ করেন। স্ট্রাইক-রেট ছিল ১২০.৯৩। তিনি সারা টুর্নামেন্টে ৬টি চার ও ২টি ছক্কা মারেন। আইপিএল ২০২৪-এ মোট ৪ বার শূন্য রানে আউট হন ম্যাক্সওয়েল। অর্থাৎ, গত বছরের খারাপ ফর্ম চলতি আইপিএলেও বজায় রাখেন ম্যাক্সওয়েল।
শনিবার ইডেনে কেকেআরের বিরুদ্ধে ১টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ৭ রান করে সাজঘরে ফেরেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন। উল্লেখযোগ্য বিষয় হল, বরুণের বিরুদ্ধে বরাবর ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন গ্লেন। এবারও তার অন্যথা হয়নি। বরুণ চক্রবর্তীর বিরুদ্ধে ম্যাক্সওয়েল মোট ৮টি ইনিংসে ব্যাট করেন। ৫ বার আউট হন বরুণের বলে। বরুণ চক্রবর্তীর বিরুদ্ধে ৩৩টি বল খেলে ৫০ রান করেছেন ম্যাক্সওয়েল।
বরুণ চক্রবর্তীর বিরুদ্ধে গ্লেন ম্যাক্সওয়েল
ব্যাট করেছেন- ৮টি ইনিংসে।
বল খেলেছেন- ৩৩টি।
রান করেছেন- ৫০।
আউট হয়েছেন ৫ বার।
সুতরাং, আইপিএল ২০২৪ ও আইপিএল ২০২৫ মিলিয়ে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের শেষ ১৫টি (৯টি+৬টি) ইনিংসে ব্যাট করে ম্যাক্সওয়েল সংগ্রহ করেন সাকুল্যে ১০০ (৫২+৪৮) রান। শূন্য রানে আউট হন ৫ বার। এমন পারফর্ম্যান্সের পরেও ম্যাক্সওয়েলের পঞ্জাবের প্রথম একাদশে সুযোগ পাওয়ার পিছনে একটি কারণ অনুমান করা যায়। পঞ্জাবের হেড কোচ পন্টিং সম্ভবত তাঁর স্বদেশীয় তারকার প্রতি এখনও আস্থা হারাতে রাজি নন।