একের পর 🍌এক পালক যোগ হয়ে চলেছে বিরাট কোহলির মুকুটে। রবিবার (২০ এপ্রিল) আইপিএল ২০২৫-এর ৩৭তম ম্যাচে ফের ইতিহাল লিখলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ব্যাটসম্যান। এদিন পঞ্জাব কিংসের বিরুদ্ধে হাফসেঞ্চুরি হাঁকান কোহলি। সেই সঙ্গেই তিনি করে ফেললেন বিরাট রেকর্ড।
ওয়ার্নারকে টপকে গেলেন কোহলি
আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ৫০+ স্কোর করা ক্রিকেটার হয়েছেন কিং কোহলি। এক্ষেত্রে তিনি ভেঙেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন খেলোয়াড় ডেভিড ওয়ার্নারের রেকর্ড। দল൲ের গুরুত্বপূর্🎃ণ সময়ে এই হাফসেঞ্চুরি করেছেন কোহলি। প্রথমে ব্যাট করে ১৫৭ রান করে পঞ্জাব কিংস। সেই রান তাড়া করতে নেমে ফিল সল্ট প্রথম ওভারেই আউট হয়ে গেলে হাল ধরেন কোহলি। দায়িত্ব নিয়ে হাফসেঞ্চুরি হাঁকিয়ে কোহলি দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
আইপিএলে এটি বিরাট কোহলির ৬৭তম ৫০+ স্কোর। এর আগে ডেভিড ওয়ার্নার এই কীর্তি গড়েছিলেন ৬৬ বার। এর মধ্যে ৬২টি অর্ধশতরান এবং ৪টি শতরান রয়েছে ওয়া𓂃র্নারের। এবার𒉰 ৫০+ স্কোর করে আইপিএলের ইতিহাসে নতুন রেকর্ডের মালিক হলেন কোহলি।
আইপিএলের ইতিহাসে সর্বাধিক ৫০+ রান করা ব্যাটসম্যান:
বিরাট কোহলি- ৬৭
ডেভিড ওয়ার্নার- ৬৬
শিখর ধাওয়ান- ৫৩
রোহিত শর্মা- ৪৫
লোকেশ রাহুল- ৪৩
বিরাট কোহলির আইপিএল ক্যারিয়ারের কথা বললে, এটি তাঁর ২৬০🎀তম ম্যাচ ছিল। তিনি এখনও পর্যন্ত ৫৯টি হাফ সেঞ্চুরি এবং ৮টি সেঞ্চুরি করেছেন। টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করার রেকর্ডও রয়েছে✱ বিরাটের দখলে।
আইপিএল ২০২৫-এ রানচেজের নিরিখে বিরাট কোহলির রেকর্ড চোখে পড়ার মতো। ক🎶লকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যাল🌠সের পর, এবার পঞ্জাব কিংসের বিরুদ্ধেও হাফ সেঞ্চুরি করলেন তিনি।
ক্রিস গেইলের রেকর্ড ছুঁলেন কোহলি
সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের ক্ষেত্রে বিরাট কোহলি ১১০তম ৫০+ ইনিংস খেলে, ক্রিস গেইলের রেকর্ডও স্পর্শ করেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক ৫০+ ইনিংস খেলার দিক থেকে তালিকার শীর্ষে রয়েছেন ডেভিড ওয়ার্নার, তিনি🙈 ৫০+ রানের ১১৬টি ইনিংস খেলেছেন। বিরাট কোহলি এবং ক্রিস গেইল ১১০টি ৫০+ বেশি ইনি🐲ংস খেলে, এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন।
পঞ্জাবের বিরুদ্ধে বদলার ইনিংস বিরাটের
পঞ্জাব কিংসের বিরুদ্ধে তাদের শেষ ম্যাচে চিন্নাস্বামীতে বিরাট কোহলি মাত্র এক রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। কিন্তু এদিন পঞ্জাবের ঘরের মাঠে গিয়ে সেই বদলা নিলেন কিং কোহলি। পঞ্জাব কিংসের দেওয়ার ১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ফের নিজের পরিচিত ছন্দে ব্যাট করেন কোহলি। সেই সঙ্গে ৫৪ বলে অপরাজিত ৭৩ রান করে আরসিবিকে জিতিয়ে তি🎉নি মাঠ ছাড়েন। আগের ম্যা❀চে পঞ্জাবের বিরুদ্ধে হারের বদলাটাও আরসিবি-র হয়ে দায়িত্ব নিয়ে নিলেন বিরাটই।