অলৌকিক গল্পের পরিচালক হিসেবে যে পরমব্রতর ভালোই নিজের হাত পাকিয়েছেন তার প্রমাণ 'ভোগ'-এর হাড়হিম করা ট্রেলার! অভীক সরকারের অতি জনপ্রিয় গল্প ‘ভোগ’ নিয়ে যে নতুন ওয়েব সিরিজ আনছেন অ♛ভিনেতা-পরিচালক তা অনেক আগেই প্রকাশ্যে এসেছিল। গত রবিবার সিরিজের টিজারে 'ভোগ'-এর প্রধান মুখ অনির্বাণ ভট্টাচার্যের চেহারা রীতিমতো ভয় ধরিয়ে ছিল। তবে ট্রেলার জুড়ে কেবল অনির্বাণ নন, পার্ণো মিত্র থেকে রজতাভ দত্ত সবাই মিলেই দিলেন বড় চমক। কৃষ্ণানন্দ আগমবাগীশের চরিত্রে এক মুহূর্তের জন্য ধরা দিলেন শুভাশিস মুখোপাধ্যায়ও।
ট্রেলারের যেন অভীক সরকারের গল্পের এক টুকরো প্রতিচ্ছ্ববি। টিজারের শুরুতেই উঠে এসেছে গল্পের নায়ক 'অতীন'-এর সাদামাটা জীবনের কিছু অংশ। তারপর সামনে আসে দেবী মূর্তি। এরপর ট্রেলার জুড়ে ভয় ধরানো সব অলৌকিক কান্ডের টুকরো টুকরো অংশের কোলাজ দেখা যায়। ধীরে ধীরে 'অতীন'-এর আচরণের ও বেশভূষার পার্থক্য 𒉰আরও প্রকট হয়ে ওঠে। আর তাঁর মাঝেই সামান্য সময়ের জন্য পর্দায় ফুটে ওঠে ‘কৃষ্ণানন্দ আগমবাগীশ’-এর ছবি। তাঁর মুখে তাঁর অতিপরিচিত সেই সংলাপ, ‘ভালোবাসাই হল সবচেয়ে তন্ত্র’ শোনা যায়। আর সবশেষে যা না বললেই নয়, তা হল 'ডামরি' বেশে পার্ণোর ভয় ধরানো অট্টহাসি। সবটা মিলিয়ে ট্রেলার যে এককথায় জমজমাট তা বলাই বাহুল্য। পয়লা মে 'হইচই'-এ মুক্তি পাবে সিরিজটি।
আরও পড়ুন: ফের দীপিকার সঙ্গে বড় পর্দ🦄ায় অমিতাভ! 'কল্কি ২' নয়, কোন ছবির ঘোষণা হল🎃?
প্রসঙ্গত, বইয়ের পাতা থেকে OTT-র পর্দায় উঠে আসবে অভীক সরকারের গল্প ‘ভোগ’। এই গল্প যাঁরা ইতিমধ্যেই পড়ে ফেলেছেন কিংবা কোনও অডিয়ো মাধ্যমে শুনেছেন তাঁরা সেই সময়ই নিজেদের মতো করে চরিত্রগুলি কল্পনা করে নিয়েছিলেন। বইয়ের পাতায় পড়া, কল্পনা করা সেই চরিত্রগুলিকে এবার দৃশ্যায়ন করেছেন পরমব𝓰্রত।
অভিনেতা হিসাবে পরমব্রত-অনির্বাণ দুজনেই একে অপরের সঙ্গ🔯ে কাজ করেছেন। তবে কেউ কারও পরিচালনায় এর আগে কাজ করেননি। আর এবার বন্ধুু পরমব্রতর পরিচালনায় কাজ ⛦করতে চলেছেন পর্দার 'খোকা'।
আরও পড়ুন: রাত পোহালে বামেদের ব্রিগেড! দাদুর টিমের জন্য টিফিন গোছালো সারেগামাপা-র ‘খুদে কমরꦰেড’ আরাত্রিকা
একাকী মানুষের জীবনকে কেন্দ্র করেই এগোবে অলৌকিক-থ্রিলারধর্মী গল্প ‘ভোগ’-এর কাহিনী। চিত্রনাট্য ও🅰 সংলাপ লিখছেন শান্তনু নিয়োগী ও পরমব্রত চট্🅰টোপাধ্যায় নিজে। পয়লা মে 'হইচই'-এ মুক্তি পাবে সিরিজটি।
‘ভোগ’ গল্প অনুযায়ী, একটা কিউরিয়োর দোকান থেকে হঠাৎ একটা মূর্তি হাতে আসে গল্পের মূল চরিত্র 'অতীন' -এর কাছে। এই রহস্যময় মূর্তিকে ঘিরেই তার জীবন হঠাৎ বদলে যেতে শুরু করে। শেষ পর্যন্ত কী হয় তার, সেই উত্তর দেবে এই ওয়েব সিরিজ 'ভোগ'। প্রসঙ্গত, পরমব্রতর পরিচালনায় 'নিকষছায়া' এব🌄ং 'পর্ণশবরীর শাপ' ইতিমধ্যেই বহু দর্শকের মন কেড়েছে।