দিদি নম্বর ওয়ানে যে কেবল সা♍ধারণ𒐪 মানুষের দুঃখের, যন্ত্রণার কথা উঠে আসে এমনটা একেবারেই নয়। আমরা টিভি পর্দা বা সিনেমায় যাঁদের দেখি তাঁদের বাস্তব জীবনের নানা কথাও জানা যায়। এদিন রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খেলতে এসেছিলেন কার কাছে কই মনের কথা ধারাবাহিকের প্রিয়া। এই ধারাবাহিকে তিনি খলনায়িকা। পরাগ, প্রতীক্ষা এবং পলাশের সঙ্গে হাত মিলিয়ে শিমুলের জীবনটা তিনি ছারখার করে দিতে চাইছেন। শিমুলকে সরিয়ে পরাগের জীবনে এন্ট্রি নিয়েছেন, সামনেই বিয়ে করবেন। কিন্তু জানেন এখানে তিনি অন্য কাউকে অত্যাচার করলেও বাস্তব জীবনে তিনি নিজেই অত্যাচারিত হয়েছেন! এদিন সেই কথাই জানালেন দিদি নম্বর ওয়ানে।
দিদি নম্বর ওয়ানে কার কাছে কই মনের কথার প্রিয়া
প্রিয়া এদিন দিদি নম্বর ওয়ানে খেলতে এসে এই সিনে জগতে তাঁর ꦬআসা কীভাবে হয় সেটা বলতে গিয়ে জীবনের এক নির্মম সত্যি তুলে ধরেন। জানান, 'আমি এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। ছোটবেলা থেকে নাচ শিখেছি। মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি। ক্লাসিক্যাল গান শিখেছি। মায়ের কাছে আবৃত্তি শিখেছি। ডান্স বাংলা ডান্সে ব্যাকআপ ডান্সার হিসেবে কাজ করেছি। সারেগামাপাতে ব্যাকআপ করেছি। তখন আমি একটু একটু করে বাইরের জগতটা চিনতে শুরু করি। এই সময়ই আমার। আরিফ তরফে বলা হল আমার সব কিছু বন্ধ করে দেওয়া হবে। আরও বলা হয়, নাচ ছিল ঠিক আছে। কিন্তু অভিনয় আসতেই সব কিছু বন্ধ করে দেওয়া হবে বলা হয়। আমাকে রীতিমত মারধর করা হতো।'
আরও পড়ুন: 🅰ইন্ডিয়ান আইডলে শুভদীপের গানে জ♔মিয়ে নাচ শানু-বিশালের, মুগ্ধ শ্রেয়া কী বললেন?
আরও পড়ুন: ঢা꧒লিউড পেরিয়ে এবার টলিউডে শবনম বুবলি! সঙ্গী কৌশি♑ক গঙ্গোপাধ্যায়-সৌরভ দাস
এরপর বর্ণিনী ওরফে কার কাছে কই মনের কথার প্রিয়া বলেন, 'এরপর এক মুহূর্তে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিই যে আমি এখান থেকে বেরিয়ে যাব নইলে আমার লক্ষ্যে পৌঁছতে পারবে না। তখন বেরিয়ে আসি। এখন ভাড়া থাকি। ছোট ছোট কাজ দিয়ে শুরু করি। এরপর ২০২১ সালে একটি পারিবারিক চরিত্র সুযোগ পাই।' প্রসঙ্গত এখন বর্ণিনী চক্রবর্তীকে কার কাছে কই মনের কথা ধারাবাহিক ছাড়াও মিঠিঝোরা ধারাবাহিಞকে দেখা য🐬াচ্ছে। দুটো জায়গাতেই তিনি খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন।
কে কী বলছেন?
অনেকেই এই পোস্টে নিজেদের মতামত জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'যে যা পারে এসে বলে যায়। যারা বাস্তবে চেনে তারাই একমাত্র সত্যি মিথ্যে জানে।' কেউ আবার তাঁকে সমর্থন করে বলেন, 'যার চেষ্টা আছে তাঁকে থামানো কঠিন।' তৃতীয় ব্ღযক্তির মতে, 'বাহ খুব ভালো বললেন। এভাবেই কাজ করুন, এগিয়ে চলুন।'
আরও পড়ুন: ফে🎶র ঝলক ফেমিনিস্ট করণ জোহরের, বউꦓ অঙ্কিতাকে সাপোর্ট না করায় বিগ বসে বকা দিলেন ভিকিকে
দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে
রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেকে শনিবার 🧸পর্যন্ত বিকেল ৫টা থেকে দেখা যায়। আর রবিবার রাত ৮টা থেকে দেখা যায়।