সদ্য ডিভোর্স হয়েছিল, বিচ্ছেদের ২ মাসের মাথায় মৃত্যু হল 'ভাবিজি ঘর পর হ্যায়' টিভি সিরিয়াল খ্যাত অভিনেত্রী শুভাঙ্গী আত্রের সদ্য প্রাক্তন স্বামী পীযূষ পুরে-র। জানা যাচ্ছে, শনিবার মৃত্যু হয় পীযূষ পুরের। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন তিনি। এই রোগের সঙ্গে দীর্ꦏঘ লড়াইয়ের পর অবশেষে তিনি এই পৃথিবীকে বিদায় জানান। জানা যাচ্ছে, তিনি একজন ডিজিটাল মার্কেটিং পেশাদার হিসেবে কাজ করতেন তিনি।
তবে এই খবরে ভেঙে পড়েছে অভিনেত্রী শুভাঙ্গীও। এই শোকের মুহূর্তে অনুরাগীদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুভাঙ্গী বলেন, ‘এই কঠিন সময়ে আমার সম্পর্কে আপনাদের ভাবনা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমি আপ💜নাকে অনুরোধ করব এই বিষয়ে কথা বলার জন্য আমাকে কিছুটা সময় দিন।’
শুভাঙ্গী ও পীযূষের কথা বলা বন্ধ ছিল
শুভাঙ্গী আত্রে এবং পীযূষ 🐼পুরের বিয়ে হয় ২০০৩ সালে। তারপর দীর্ঘ প্রায় ২২ বছর ধরে এই দম্পতি বিবাহিত জীবন যাপন করেন। তবে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি তাঁদের দুজনেরই বিবাহবিচ্ছেদ🤡 হয়ে যায়। TOI-এর এক প্রতিবেদনে সূত্রের খবরে বলা হয়েছে, ‘শুভঙ্গী এবং পীযূষের মধ্যে কথাবার্তাও বন্ধ ছিল। তবে, তিনি তাঁর সদ্য প্রাক্তন স্বামীর মৃত্যুতে শোকাহত। রবিবার থেকে অভিনেত্রীকে তাঁর ধারাবাহিক ভাবিজি ঘর পর হ্যায়-এর শুটিংও আবার শুরু করতে হয়েছে।’
ডিভোর্সের পর বিবৃতি
শুভাঙ্গীর প্রাক্তন স্বামী পীযূষ পুরে পেশায় ডিজিটাল মার্কেটিং পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের একমাত্র মেয়ের নাম আশি। শুভাঙ্গী সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার বিবাহবিচ্ছেদের বিষয়ে কথা বলেছিলেন। বোম্বে টাইমসকে দেওয়া এ🅺ক সাক্ষাৎকারে শুভাঙ্গী বলেন, ‘এটা আমার কাছে বড় আঘাত ছিল। আমি এই সম্পর্কের জন্য আমার সর্বস্ব দিয়েছিলাম। সময়ের সঙ্গে আমার এবং পীযূষের মধ্যে অনেক দূরত্ব তৈরি হয়েছিল, যা পূরণ করা প্রায় অসম্♒ভব হয়ে উঠেছিল। তবে, এখন যেহেতু আমি সেই বিয়েতে ইতি টেনেছি, আপাতত আমি খুব স্বস্তি বোধ করছি, যেন একটি বিশাল বোঝা নেমে গেছে।’
কেন আলাদা হওয়ার সিদ্ধান্ত?
শুভাঙ্গী আত্রে বলেন, ‘এক বছরেরও বেশি সময় হয়ে গেছে আমরা একসঙ্গে থাকি না। পীযূষ এবং আমি এই বিয়ে টিকিয়ে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। একে অপরের প্রতি শ্রদ্ধা, সমর্থন, বিশ্বাস এবং বন্ধুত্ব🏅 যেকোনো সম্পর্কꦺের ভিত্তি। তবে, আমরা অনুভব করেছিলাম যে আমরা এই ব্যবধান পূরণ করতে পারছি না। আর তাই আমরা একে অপরের থেকে আলাদা হওয়ার এবং আমাদের নিজ নিজ ক্যারিয়ারে এবং জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’