বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘ধর্ম পরিবর্তন করা মোল্লারাও আজকাল জ্ঞান দিচ্ছে…’! পহেলগাঁও নিয়ে তর্ক, স্বরাকে আক্রমণ BJP সাংসদের
জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর সোশ্যাল মিডিয়ায় পুরো দেশের মানুষ নিজেদের মতো করে ক্রমাগত ক্ষোভ প্রকাশ করে চলেছেন। বিজেপির প্রবীণ সাংসদ নিশিকান্ত দুবে সম্প্রতি একটি পোস্ট করেন। যেখানে তিনি কলমা শেখার কথা বলেন। আর তাতেই কটাক্ষ করেন স্বরা ভাস্কর।
নিশিকান্ত দুবে তাঁর পোস্টে লিখেছিলেনন, ‘আশহাদু আল্লাহ ইল্লাল্লাহু ওয়াহ দাহু লা শারি-ক লাহু এবং আশদুহু আন মুহাম্মদ আবদুহু ওয়া রাসুলুহু… আজকাল কালমা শিখছি, জানি না কবে আবার কাজে লেগে যাবে।’
নিশিকান্ত দুবের এই পোস্টটি রিপোস্ট করে স্বরা ভাস্কর লিখেছেন, ‘ভাবুন তাহলে… ৬৭ বছরে কংগ্রেস সরকারের আমলে কখনো এসব করতে হয়নি। ২০১৪-র 'আসল স্বাধীনতা'র পর কী অবস্থা হয়ে গেল।’
তবে স্বরাক এত সহজে ছাড়ার পাত্রী নন নিশিকান্ত দুবেও। তিনি লেখেন, ‘ধর্ম পরিবর্তন করা মোল্লারাও আজকাল জ্ঞান বিতরণ করছে?’