ড্যান্স বাংলা ড্যান্সে চলতি সপ্তাহে নববর্ষ স্পেশ্যাল এপিসোড সম্প্রচার হতে চলেছে। আর সেটারই ঝলক এদিন প্রকাশ্যে আনা হল। স💫েখানেই দেখা গেল এবারের সিজনের অন্যতম বিꦰচারক শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং কৌশানি মুখোপাধ্যায় নাচ করবেন।
আরও পড়ুন: নিজের জন্মদিনেই মেয়ের সঙ্গে আলাপ🎃 করালেন 🃏রাহুল! একরত্তির কী নাম রাখলেন আথিয়ারা?
কী ঘটেছে?
টলি অনলাইনের তরফে এদিন ড্যান্স বাংলা ড্যান্সের শ্যুটিংয়ের একটি দৃশ্যে প্রকাশ্যে আনা হয়েছে সেখানেই দেখা যাচ্ছে মঞ্চে নাচ করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং কৌশানি মুখোপাধ্যায়। নববর্ষ স্পেশ্যাল এপিসোডে প্রতিযোগীদের পাশাপাশি তাঁদেরও বিশেষ পারফরমেন্স থাকবে। তাঁরা দুজন💖ে রবি ঠাকুরের গান প্রেমের জোয়ারে গানটিতে নাচ করবেন।
শুভশ্রী এবং কৌশানি দুজনেরই পরনে শাড়ি। বর্ষবরণের বিশেষ সাজ। চুলে ফুলের মালা। ডাকঘর সিরিজ থেকে দূর্নিবারের কণ্⭕ঠের এই রবীন্দ্র সঙ্গীতে তাঁদের এক্সপ্রেশন দিয়ে নাচতে দেখা যায়। যদ🥂িও তাঁদের সেই ভিডিয়ো দেখে তুলনা টেনেছেন তাঁদের অনুরাগীরা যে কে বেশি ভালো নেচেছেন। কার এক্সপ্রেশন ভালো হয়েছে।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো নববর্ষ স্পেশ্যাল এপিসোডে হিসেবে ড্যান্স বাংলা ড্যান্সের মঞ্চে এই সপ্তাহে হাজির থাকবেন আরও দুই অভিনেত্রী, অনন্যা চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁরা দুজনও পারফর্ম করবেন। জি বাংলার তরফে যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে অনন্যা চট্টোপাধ্যায় রবীন্দ্র সঙ্গীত গহন কুসুম গানটিতে নাচ করছেন। অন্যদিকে দেখা যায় মিঠুন চক্রবর্তীর সঙ্গে নাচ করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁরা চোখ তুলে দেখো না কে এসেছে হিট গানটিতে নাচ করেন। প্রসঙ্গত এদিন বিচারকের আসনে দেখা গেল না শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং অঙ্কুশ হাজরাকে। তাঁদের জায়গায় যিশু সেনগুপ্ত এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অনন🐓্যা এবং ঋতুপর্ণাকে দেখা যাবে।
ড্যান্স বাংলা ড্যান্স প্রসঙ্গে
ড্যান্স বাংলা ড্যান্স ৮ মার্চ থেকে শুরু হয়েছে। এবারের সিজনে মিঠুন চক্রবর্তী আছেন মহাগুরু হি👍সেবে। স🌠ঙ্গে আছেন ৪ বিচারক। এঁরা হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, অঙ্কুশ হাজরা এবং যিশু সেনগুপ্ত। বলাই বাহুল্য এই রিয়েলিটি শোয়ের হাত ধরে ফের ছোট পর্দায় ফিরলেন যিশু, এবং তাও জি বাংলার রিয়েলিটি শোতে। ড্যান্স বাংলা ড্যান্স বর্তমানে প্রতি শনি এবং রবিবার রাত সাড়ে ৯টা থেকে দেখা যায়।