৭০ থেকে ৮০ দশকের হিন্দি চলচ্চিত্র জগতে একজন সুন্দরী এবং জনপ্রিয় অভিনেত্রী ছিলেন পারভিন ববি। বলিউডকে তিনি দিয়েছিলেন একের পর এক দুর্দান্ত হিট ছবি। ২০০৫ সালের ২০ জানুয়ারি মারা যান অভিনেত্রী। জীবনের শেষ কয়েকটা দিন মানসিক অবসাদে ভুগতেন তিনি।
ব্যক্তিগত জীবনে বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যার মুখোমুখি হয়েছিলেন পারভিন। জড়িয়েছিলেন একাধিক সম্পর্কে। তেমন একটি সম্পর্ক তৈরি হয়েছিল চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাটের সঙ্গে। মহেশ এবং পারভিনের সম্পর্কের কথা যখন প্রকাশ্যে এসেছিল, তখন মহেশ ছিলেন বিবাহিত। প্রথম স্ত্রী কিরণ ভাটের সঙ্গে তখন চুটিয়ে সংসার করছেন তিনি।
আরও পড়ুন: ছোট্ট একটি বাচ্চার সঙ্গে নাচতে ব্যস্ত রাজ কাপুর, চিনতে পারছেন ছবির এই শিশুটিকে?
আরও পড়ুন: শুধু কেঁদেই চলেছি...', পহেলগাঁও হামলা উসকে দিল শৈশবের স্মৃতি! কী বললেন ভারতী?
সম্পর্কের কথা জানাজানি হয়ে যাওয়ার কয়েক মাস পর মহেশ এবং পারভিনের সম্পর্ক ভেঙে যায়। বহু বছর পর সম্প্রতি হঠাৎ প্রাক্তন প্রেমিকা সম্পর্কে কথা বলতে গিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করে বসেন পরিচালক। পারভিন নাকি লুকিয়ে বিয়ে করেছিলেন এবং তিনি যাকে বিয়ে করেছিলেন তিনি পাকিস্তানে থাকতেন।
সম্প্রতি বিবিসি নিউজ হিন্দিতে দেওয়া একটি সাক্ষাৎকারে মহেশ বলেন, ‘আমরা তখন সম্পর্কে ছিলাম। সম্পর্কে থাকাকালীন জানতে পারি ও একবার লুকিয়ে বিয়ে করেছিল। তখন ওঁর মা জুনাগড় থেকে এসে আমাদের সঙ্গে থাকতেন। ওঁর মায়ের মুখে বারবার শুনেছিলাম এই বিয়ের কথা। তখনই জানতে পেরেছিলাম, লোকটি পরবর্তী সময়ে পাকিস্তানে চলে যায়।’
আরও পড়ুন: পায়ে চোট পেয়ে হাসপাতালে ভর্তি অজিত, কেমন আছেন এখন?
আরও পড়ুন: সানি নয়, ‘জাট’ ছবির জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন কে? দক্ষিণের এক বড় নাম
মহেশ বলেন, ‘একবার আমি কারা চলচ্চিত্র উৎসবে যোগ দিতে পাকিস্তানে গিয়েছিলাম। উৎসবের মাঝেই একজন আমাকে বলেন, এক ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে চান। যিনি নিজেকে পারভিনের স্বামী বলে পরিচয় দিয়েছিলেন। যদিও পরবর্তীকালে আমার আর ওঁর সঙ্গে দেখা হয়নি, যদিও সেটা ইচ্ছাকৃতভাবে নয়, সময়ের অভাবে হয়ে ওঠেনি। আমি এমন কোনও ব্যক্তি নই, যিনি ইচ্ছাকৃতভাবে মানুষের সঙ্গে দেখা করবে না। তবে সেদিন আর ওঁর সঙ্গে দেখা করার সুযোগ হয়ে ওঠেনি।’