স্টার জলসার পর্দায় আগামী শুক্রবার সন্ধ্যায় টানটান রুদ্ধশ্বাস দেড় ঘণ্টার অনুষ্ঠান সম্প্রচারিত হবে। একদিকে জি বাংলায় যখন বৈশাখী উৎসব সম্প্রচারিত হবে তখন স্টার সাজিয়ে রেখেছেন কোন কোন চমক?
কী ঘটেছে?
গৃহপ্রবেশ ধারাবাহিকে দেখা গিয়েছে আদৃতের স্মৃতি ফিরে এসেছে। সে আর শুভলক্ষ্মী ফের কাছাকাছি এসেছে। আর তাঁদের ঘনিষ্ঠতার চিহ্ন লেগে নায়িকার টিপে। আর তখনই ভোর ভোর তাদের বাড়িতে মোহনা এসে সেই চিহ্ন দেখবে। এবার সে রাগ, হিংসায় কী ঘটাবে? তবে কি আদৃত আর শুভলক্ষ্মীর জীবনে নতুন কোনও ঢেউ উঠতে চলেছে?
অন্যদিকে স্বতন্ত্রকে পরিবারের লোক, বৌদির বোনের সঙ্গে জন্মদিন পালন করতে দেখে অভিমান হয় কমলিনীর। সে পুরো বিষয়টা না জেনেই ভুল বোঝে নতুন ঠাকুরপোকে। আর এই অভিমানের হাত ধরেই কি তবে তাদের মধ্যে দূরত্ব বাড়বে। নাকি কাছে আসে তারা আরও?
আরও পড়ুন: 'ধর্মের নামে বিষ ছড়ানো হচ্ছে', নাম না করে বিজেপিকে বিঁধলেন দেব? জগন্নাথদেবের কাছে কী চাইলেন?
পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকে দেখা যাবে নতুন চমক। বিয়ে বাড়িতে পরশুরাম এবং তার পরিবারের সঙ্গে কী ঘটে সেটাই দেখানো হবে শুক্রবার।
ফলে বলাই বাহুল্য শুক্রবার, ২ মে রাত আটটা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত যে টানটান চমক হাজির থাকবে সেটা স্পষ্ট। একদিকে জি বাংলার পর্দায় তখন সম্প্রচারিত হবে বৈশাখী উৎসব। সেই বিশেষ অনুষ্ঠানকে টক্কর দিতে যে স্টার জলসার ধারাবাহিকগুলো প্রস্তুত সেটা বলাই যায়।
প্রসঙ্গত জি বাংলার বৈশাখী উৎসবে যোগ দেবে উক্ত চ্যানেলের সমস্ত ধারাবাহিকের অভিনেতা, অভিনেত্রীরা। থাকবেন তুই আমার হিরো, আনন্দী, পরিণীতা, ফুলকির সমস্ত চরিত্ররা। দুগ্গামণি, মিত্তির বাড়ি, জগদ্ধাত্রী, মিঠিঝোরা বা কোন গোপনে মন ভেসেছে বাদ যাবে না। তবে উপরি চমক হিসেবে থাকবেন বিশেষ অতিথি তথা এবারের সারেগামাপার অন্যতম বিচারক জোজো মুখোপাধ্যায়। থাকবেন সারেগামাপা খ্যাত দুই গায়ক অনুষ্কা পাত্র এবং তীর্থ ভট্টাচার্য।
আরও পড়ুন: বাড়ার বদলে কমছিল ফলোয়ার সংখ্যা, অবসাদেই আত্মঘাতী হন মিশা! দাবি কন্টেন্ট ক্রিয়েটরের দিদির