২০০৮ সালে মুক্তি পেয়েছিল ‘সঞ্জু’। সঞ্জয় দত্তের জীবনী নিয়ে তৈরি হওয়া এই সিনেমায় সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করেছিলেন রণবীর কাপুর। রণবীরের অসাধারণ অভিনয় দেখে বোঝার উপায় ছিল না, যে তিনি অভিনয় করছেন নাকি সত্যি ঘটনাগুলি ঘটছ🎉ে। তবে সিনেমাটি সকলের পছন্দ হলেও সিনেমা নিয়ে একেবারে অন্যরকম মন্তব্য করতে দেখা গেল সঞ্জয় দত্তের বোন প্রিয়া দত্তকে।
সঞ্জয়ের বোন ‘সঞ্জু’ ☂সিনেমা নিয়ে বেশ হতাশা প্রকাশ করেছেন। শুধু তাই নয়, তিনি মনে করেছেন তাঁর ভাইয়ের সমস্যাগুলি সিনেমায় যথাযথভাবে তুলে ধরা হয়নি। এছাড়াও সঞ্জয় এবং বাবা-মায়ের মধ্যে যে সম্পর্ক, তা সঠিকভাব🎉ে দেখানো হয়নি দর্শকদের সামনে।
আরও পড়ুন: 'রাত জেগে সৃজ✤িতের...', ‘সত্যি বলে সত্যি কি😼ছু নেই’ দেখে কী লিখলেন তসলিমার?
আরও পড়ুন: ‘কিং’ সিনেমায় নতুন চমক! শাহরুখের সঙ🐬্গে জুটি বা🎶ঁধছেন আরশাদ?
সম্প্রতি ভিকি লালওয়ানিকে দেওয়ার একটি সাক্ষাৎকার প্রিয়া বলেন, ‘সঞ্জয় ও বাবা মায়ের মধ্যে যে ভালোবাসা ছিল, সেটি সঠিকভাবে তুলে ধরা হয়নি সিনেমার পর্দায়। চিত্রনাট্য সঞ্জয়ের এক বন্ধুর ওপর শুধু জোর দেওয়া হয়েছে কিন্তু বাডಞ়ির অন্যান্য সদস্যদের জীবন নিয়ে তেমন কিছুই হয়নি।’
প্রিয়া আরও বলেন, ‘আমার মনে হয় ছবিতে অনেক কিছুর উপর কাজ করা যেত। অনেক কিছু দেখানো যেত। একজন বাবা এবং ছেলের সম্পর্ক নি🤡য়ে অনেক কিছু দেখানো যেত যা দেখানো হয়নি। তবে রণবীর আমার প্রথম পছন্দ ছিলেন, ওর অভিনয় আমার দুর্দান্ত লেগেছে।’
আরও পড়ুন: 'অপরিণত সমꦍাজে আমরা...', ফুলে বি✃তর্কে অবশেষে মুখ খুললেন পরিচালক অনন্ত মহাদেবন
আরও পড়ুন: কাকু-কাকিমার সঙ্গে ইস্টার উ🌠দযা🌃পন মালতীর, ছবি শেয়ার করে কী লিখলেন প্রিয়াঙ্কা?
পরিচালকের সঙ্গে এবিষয়ে কি তাঁর কথা হয়েছে? এই প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজকুমার আমাকে কখনও ফোন করেননি। ওর সঙ্গে সিন🔯েমা নিয়ে একেবারেই কথা হয়নি আমার। ওর ফোকাস শুধুমাত্র সঞ্জয় ছিল। এই সিনেমাটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য ছিল, আমার মনে হয় না এটি কোনও বায়োপিক ছিল। এটা শুধুমাত্র বিনোদনমূলক একটি সিনেমা ছিল যা মানুষকে আনন্দ দিয়েছে।’