নববর্ষের পার্টিতে চুমু খেতে গিয়ে ধরা পড়ে যান তামান্না ভাটিয়া! জানা যায়, বলিউডের ‘ভিলেন’-এর প্রেমে হাবুডুবু খাচ্ছেন সুন্দরী। সময় য♑ত গড়িয়ে ততই গাঢ় হয়েছে বিজয়-তামান্নার প্রেম। জুন মাসেই সম্পর্কে সিলমো𓆉হর দিয়েছিলেন নায়িকা, এবার আড়ি পাতলেই শোনা যাচ্ছে ‘বাহুবলী’ নায়িকার বিয়ের গুঞ্জন। ‘লাস্ট স্টোরিজ ২’-এর সেটে শুরু এই লাভ স্টোরি নাকি ধীরে ধীরে কাঙ্খিত পরিণতির দিকে এগোচ্ছে।
দক্ষিণী সংবাদমাধ্যমের দাবি, প্রেমের খবর সামনে আনবার পর থেকে বাড়ি থেকে বিয়🙈ের জন্য চাপ আসছে তামান্নার উপর। সেই কারণেই খুব জোর দিয়ে বিয়ের ভাবনাচিন্তা শুরু করেছেন প্রেমিক জুটি। মেয়ের বয়স বাড়ছে, সেই কারণেই নাক ৩৩ বছরের তামান্নাকে পাত্রস্থ করতে চাইছে পরিবার। তামান্নার পরিবার একটু পুরোনোপন্থী, মেয়ের সহবাসে সায় নেই তাঁদের। দ্রুত বিয়ে করে ঘর বাঁধুক তামান্না এমনটাই চাইছেন তাঁর বাবা-মা।
কবে বিয়ে করছেন তো তামান্না? তাই নিয়ে জল্পনা সবমহলে। ঘনিষ্ঠমহল সূত্রে খবর, বিজয় নাকি বিয়ের জন্য প্রস্তুত। তবে এ ব্যাপারে মুখ খোলেননি তারকা জুটি। কিন্তু বিয়ের সানাই বাজল বলে! খুব জলদিই চার হাত এক হবে দুজনের। একই রিপোর্টে দবি করা হয়েছে, অভিনেত্রী নতুন কোনও ছবি স্বাক্ষর করেননি। ভোলা শঙ্কর এবং রজনীকান্তের সঙ্গে কাভালা গানে সকলকে নাচানোর পর লম্বা বিরত𒊎িতে রয়েছেন তামান্না। বিয়ের প্রস্তুতির জন্য এই ব্রেক?
জুন🐟 মাসে ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না জানিয়েছিলেন♊,'১৮ বছর আগ যখন আমি কেরিয়ার শুরু করি, ভেবেছিলাম মেরে কেটে এই ইন্ডাস্ট্রিতে আট থেকে দশ বছর কাটাবো। ৩০-এ পা দেওয়ার আগেই বিয়ে করে নেব, এবং দুটো বাচ্চাকে নিয়ে সংসার করব। তবে ভগবান আমার জন্য অন্য প্ল্যান কষে রেখেছিলেন'।
৩০-এর পর তাঁর পুর্নজন্ম হয়েছে বলে জানান অভিনেত্রী। অন্যদিকে বয়ফ্রেন্ড বিজয়ের সম্পর্কে বলতে গিয়ে তামান্না জানিয়েছেন, ‘ও এমন একজন যার সঙ্গে খুব সহজেই আমি একাত্ম হতে পেরেছি। যে নিজেকে সম্পূর্ণভাবে আমাকে সমর্পণ করেছে, আমিও তাই নিজেকে আর ঠেকিয়ে রাখিনি। উচ্চাকাঙ্খী নারীদের একটা সমস্যা হল আমাদের মনে হয় সবকিছুর জন্য আমাদের খুব কঠিন লড়াই লড়তে হবে।…. আমি নিজের জন্য একটা পৃথিবী তৈরি করে রেখেছি, আর সেখান🦄ে একটা মানুষ সেই জগতটাকে আপন করে নিয়েছে, আমাকে তার জন্য কোনও ঝক্কি পোয়াতে হয়নি। বিজয় এমন একজন মানুষ যার প্রতি আমি ভীষণরকমভাবে যত্নশীল, আর হ্যাঁ, ও আমার স☂ব খুশির ঠিকানা’।