প্রেমে পড়লে কে না দেখা করতে চায়? একসঙ্গে সময় কাটাতে কে না চায়! তেমনি বলিউডের নতুন জুটি তামান্না ভাটিয়া এবং বিজয় ভার্মা। প্রায়শই একসঙꦍ্গে দেখা মেলে এই জুটির। কোনও অনুষ্ঠান, অ্যাওয়ার্ড শো কিংবা ডেট নাইটে হাতে হাত রেখে পাপারাৎজ্জির লেন্সবন্দি হন তাঁরা। মঙ্গলবার ‘ক্রু’ দেখতে হাজির হয়েছিলেন এই তারকা জুটি।
মুম্বইয়ের এক সিনেমা হলের বাইরে লেন্সবন্দি হন তামান্না-বিজয়। থিয়েটার থেকে বেরিয়ে আসার পর পাপারাৎজ্জিদের দেখে চমকে ওঠেন এই জুটি। পাপারাৎজ্জিরা তাঁদের একসঙ্গে দেখে চেঁচিয়ে ওঠেন, ‘ভাইয়া ভাবি’, বলে ওঠেন ‘পাওয়ার কাপল’। তারকা জুটি লজ্জায় লাল হয়ে যান। পরে ছবির জন্য ক্যামেরার সামনে একসঙ্গে পোজও দেন। আরও পড়ুন: মাহিপ, নীলম, সীমাদের সঙ্গে ‘রিয়ালিটি 🐻শো’ করতে💎 ইচ্ছুক আরহান! কবে পা রাখছেন বলিউডে
তামান্না ভাটিয়া আর বিজয় বর্মার সম্পর্কের খবর সামনে এসেছিল ‘লাস্ট স্টোরি ২’-র মুক্তির কিছু আগে। আপাতত দুজনে চুটিয়ে প্রেম করছেন। লাস্ট স্টোরিতে তামান্না আর বিজয়কে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায়। এমনকী, বিজয়ের জন্য নিজের ‘নো কিস পলিসি’ও ভেঙেছিলেন তামান্না। আরও পড়ুন: ২৫ বছরের ছোট সুরাকে খাইয়ে দিল𓂃েন আরবাজ! টেব🥃িলে বসে চাক্ষুষ করল অন্য বলি-তারকারা