বাংলা নিউজ > টুকিটাকি > ফেস হেয়ার রিমুভাল কিনতে কাঁড়ি কাঁড়ি খরচ করেন? আটার এই ফেসপ্যাকই তো যথেষ্ট, কীভাবে বানাবেন দেখে নিন
পরবর্তী খবর
মুখের লোম অপসারণের জন্য গমের আটা ব্যবহার করার রীতি বেশ পুরনো। কিন্তু কী মিশিয়ে এই বিশেষ মিশ্রণ তৈরি করলে বেশি ভালো কাজ হবে? অনেকে বলেন, আটা, হলুদ এবং দুধ বা ঘি জাতীয় তরল দিয়ে একটি পেস্ট তৈরি করে নিতে। এটি মুখে লাগিয়ে শুকাতে দিন। তার পর বৃত্তাকার গতিতে ঘষে ঘষে পেস্টটি মুছে ফেলুন । এই মুছে ফেলার সময়ই মুখের লোম উঠে আসে। বিস্তারিত জেনে নেও🃏য়া যাক কীভাবে করবেন এটি।
কীভাবে বানাবেন আটার ফেসপ্যাক
উপকরণ:
- গমের আটা ১-২ টেবিল চামচ
- হলুদ গুঁড়ো ১/৪ চা চামচ
- দুধ বা ঘি
আরও পড়ুন - ‘মারণভূমি’তে বাঙালি রান্না গতাসু বহু দিন! রিলের হাতে হচ্ছে তা𝔉র শ্রাদ্ধ
পদ্ধতি:
- পেস্ট তৈরি করুন: একটি পাত্রে আটা, হলুদ এবং দুধ বা ঘি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন।
- মুখে লাগান: মুখের লোমযুক্ত অংশে (ঠোঁটের উপরে, থুতনি, গাল, কপাল) সমানভাবে পেস্টটি লাগান।
- শুকোতে দিন: পেস্টটি আপনার মুখে ১০-১৫ মিনিটের জন্য অথবা আধা-শুকনো না হওয়া পর্যন্ত রেখে দিন।
- ঘষে মুছে ফেলুন: ঘড়ির কাঁটার দিকে গোল গোল করে আঙুল বা নরম কাপড় দিয়ে আলতো করে পেস্টটি ঘষে ঘষে মুছে ফেলুন।
- ধুয়ে ফেলুন এবং ময়েশ্চারাইজ করুন: এবার হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে শুকিয়ে নিন। তার পর একটি ময়েশ্চারাইজার লাগান।
- কতবার করবেন: মুখের লোম পুরোপুরি উধাও করতে হলে সেরা ফলাফলের জন্য এটি সপ্তাহে ২-৩ বার করুন। তাহলেই পরিস্কার দেখাবে আপনার মুখ।
আরও পড়ুন - শুধু স্নান করলেই হল না, ༺কোন জলে করছেন সেটাও দেখতে হবে! আয়ুর্বেদ 𒁏কী বলছে জানুন