Budget 2025 News Updates: ไবিদেশে উচ্চশিক্ষার জন্য আর্থিক ভার লাঘব করল কেন্দ্রীয় সরকার। উচ্চশিক্ষার জন্য নেওয়া শিক্ষা ঋণে ছাড় মিলল ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে। আগে ৭ লক্ষ টাকার ঋণে ০.৫ শতাংশ টিসিএস (ট্য়াক্স কালেক্টেড অ্যাট সোর্স) দিতে হত। ঋণের পরিমাণ ৭ লক্ষের বেশি হলে চাপত আরও বেশি করের বোঝা। কিন্তু এবারের বাজেটে শিক্ষা ঋণে সব কর মকুব করা হল (Budget 2025)।
আরও পড়ুন - 🧔Union Budget 2025: বিমা ক্ষেত্রে ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে ছাড়পত্র নির্মলার, কিন্তু...
ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚশনিবার পেশ করা বাজেটে ফরেন রেমিট্য়ান্সের উপর থেকে করের বোঝা কমানো হয়েছে। অনুমোদিত আর্থিক সংস্থা বা সমাজসেবী প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণের ক্ষেত্রে এই ছাড় দেওয়া হবে বলে বাজেটে জানান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। তবে আয়কর আইনের ৮০ই ধারার অধীনে থাকা সংস্থাগুলির জন্যই এই ছাড় প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে (Budget 2025 News Updates)। অন্য কোনও সংস্থা থেকে শিক্ষা ঋণ নিলে ৫ শতাংশ হারে টিসিএস জমা দিতে হবে। সেক্ষেত্রেও অবশ্য একটি সুবিধা থাকছে। এই ৫ শতাংশ কর ৭ লক্ষ টাকার বেশি ঋণ নিলে দিতে হবে।
আরও পড়ুন - ♛ক্যানসার–সহ শুল্ক মাফ ৩৬টি জীবনদায়ী ওষুধে, বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের
আগে যা ছিল —
আয়কর আইনের ৮০ই ধারার অধীনস্থ সংস্থা বা প্রতিষ্ঠান থেকে ঋণ নিলে
৭ লক্ষ টাকার কম ঋণে - ০.৫ শতাংশ হারে কর
৭ লক্ষ টাকার বেশি ঋণে - ০.৫ শতাংশ হারে কর
আয়কর আইনের ৮০ই ধারার অধীনস্থ নয় এমন সংস্থা বা প্রতিষ্ঠান থেকে ঋণ নিলে
৭ লক্ষ টাকার কম ঋণে - ০.৫ শতাংশ হারে কর
৭ লক্ষ টাকার বেশি ঋণে - ৫ শতাংশ হারে কর
এখন যা হল —
আয়কর আইনের ৮০ই ধারার অধীনস্থ সংস্থা বা প্রতিষ্ঠান থেকে ঋণ নিলে
৭ লক্ষ টাকার কম ঋণে - কোনও কর নয়
৭ লক্ষ টাকার বেশি ঋণে - কোনও কর নয়
আয়কর আইনের ৮০ই ধারার অধীনস্থ নয় এমন সংস্থা বা প্রতিষ্ঠান থেকে ঋণ নিলে
৭ লক্ষ টাকার কম ঋণে - ০.৫ শতাংশ হারে কর
৭ লক্ষ টাকার বেশি ঋণে - ৫ শতাংশ হারে কর
কী কী হল এই ঘোষণার ফলে?
- বিদেশে উচ্চশিক্ষার খরচ কিছুটা হলেও বাঁচাল এবারের বাজেট।
- উৎসাহ পেল ৮০ই ধারার অধীনে থাকা আর্থিক বা সমাজসেবী প্রতিষ্ঠানগুলি।
- ৮০ই ধারার অধীনে না থাকা সংস্থাগুলি সমস্যায় পড়ল।