ভারত এবং পাকিস্তানের সংঘর্ষ বিরতির ৫ দিনের মধ্যেই জম্মু ও কাশ্মীর সফরে যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর এই সফরের উদ্দেশ্য হল সীমান্ত এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্র মানুষকে হত্যা করে লস্করের সঙ্গী সংগঠন টিআরএফের পাঁচ জঙ্গি। পাল্টা জবাবে ৭ মে ভোর-রাতে পঁচিশ মিনিটের অপারেশন সিঁদুর স্ট্রাইক চালায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পিওকে-র নয়টি জঙ্গিঘাঁটি। এরপর জম্মু ও কাশ্মীর-সহ ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত। তারপরেই প্রতিরক্ষামন্ত্রীর উপত্যকা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। (আরও পড়ুন: পাক 'জঙ্গিপ্রীতির' নগ্ন চেহারা তুলে ধরতে এবার ছক কষছে ভারত, নিশানায় TRF)
আরও পড়ুন: ভারত ভাগ চাওয়া বাংলাদেশি উপদেষ্টার মাথায় বোতলের প্রহার! মার খেয়ে মাহফুজ বললেন…
আরও পড়ুন: ভারত বনাম পাকিস্তানের সংঘাতে কে জয়ী? স্যাটেলাইট চিত্র তুলে ধরে রিপোর্ট NYT-র
সূত্রের খবর, বৃহস্পতিবার রাজনাথ সিং শ্রীনগরের সেনা ও বিমানবাহিনী ঘাঁটি পরিদর্শন করবেন।পাশাপাশি সেনাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। জওয়ানদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলবেন। পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য তাঁদের প্রশংসাও করবেন বলে খবর। পাশাপাশি নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি এলাকায় বসবাসকারী মানুষের সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনা রয়েছে রাজনাথের। তবে শুধু কাশ্মীর নয় শুক্রবার গুজরাটের ভুজের বায়ুসেনাঘাঁটিও পরিদর্শন করবেন তিনি। দুই দিনের এই সফরে তিনি ভারত-পাকিস্তান সীমান্ত অঞ্চলও পরিদর্শন করবেন। (আরও পড়ুন: ভারত-পাক সংঘর্ষে মুখ পুড়েছে চিনের, এরই মাঝে বঙ্গোপসাগরে নয়া চাল ড্রাগনের)
আরও পড়ুন: পুরনো অস্ত্রে নতুন করে শান, বাংলাদেশের কাছে আসার 'স্বপ্ন' দেখে ভুলভাল বকছে চিন?
সাম্প্রতিক উত্তেজনার মধ্যে পাকিস্তান সেনা ড্রোন ব্যবহার করে ভুজ বায়ুসেনাঘাঁটিতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। তবে, ভারতের নিরাপত্তা বাহিনী তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সহায়তায় পাকিস্তানের বারবার আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়েছে। অবিরাম সামরিক ব্যর্থতার পর অবশেষে পাকিস্তান যুদ্ধবিরতির আহ্বান জানায়। এই প্রেক্ষাপটে প্রতিরক্ষা মন্ত্রীর ভুজ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।ভুজ রুদ্র মাতা বায়ুসেনাঘাঁটি ভারতীয় বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি। এটি গুজরাটের ভুজে অবস্থিত এবং সাউথ ওয়েস্টার্ন এয়ার কমান্ড (এসডব্লিউএসি)-এর অধীনে পরিচালিত হয়। এই স্টেশনটি বেসামরিক ভুজ বিমানবন্দরের সঙ্গে রানওয়ে ভাগ করে নেয় এবং ২৭ উইং-এর আবাসস্থল। (আরও পড়ুন: গভর্নর না স্ট্যান্ডআপ কমেডিয়ান? অবশেষে রাফাল ধ্বংসের 'প্রমাণ' দিল পাকিস্তান)
আরও পড়ুন: প্রয়াত তৃণমূল বিধায়ক তাপস সাহা, নাম জড়িয়েছিল নিয়োগ দুর্নীতিতে
আরও পড়ুন: সীমান্তে দাদাগিরি করেছিল বিজিবি, ভারতের সামনে এবার মাথা নত বাংলাদেশের!
এদিকে, মঙ্গলবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঞ্জাবের আদমপুর বায়ুসেনাঘাঁটি পরিদর্শন করেছেন। এই সফরে তিনি বিমান বাহিনীর কর্মকর্তাদের কাছ থেকে অপারেশন সিঁদুর-সহ বিভিন্ন অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য জেনেছেন এবং অভিযানে অংশগ্রহণকারী জওয়ানদের সঙ্গে মতবিনিময় করেন। তারপরেই সেনাবাহিনীর মনোবল বাড়াতে আরেক বায়ুসেনাঘাঁটিতে যাচ্ছে প্রতিরক্ষামন্ত্রী। উল্লেখ্য, সোমবারই নিজের লোক কল্যাণ মার্গের বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ৷ প্রথম বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধান ৷ এই বৈঠক শেষ হওয়ার পরপরই তিনি আলাদা করে বায়ুসেনার চিফ অফ স্টাফ এয়ার মার্শাল এপি সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন ৷ আর এই বৈঠকের পরেই উপত্যকা সফরে যাচ্ছেন রাজনাথ সিং।