Mizoram CM Oath:মিজোরামে মুখ্যমন্ত্রীর শপথ ZPM নেতা লালডুহোমার, সঙ্গে দায়িত্বভার নিলেন ১১ মন্ত্রী
Updated: 08 Dec 2023, 12:37 PM ISTলালডুহোমা ছাড়াও ছাড়াও মিজোরামের ১১ জন জোরাম পিপলস মুভমেন্টের নেতা মন্ত্রী পদে শপথ নিয়েছেন শুক্রবার। এই শপথপাঠ হয় রাজভবনে। সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা।
জোরাম পিপলস মুভমেন্টের নেতা লালডুহোমা শুক্রবার শপথ নিলেন মিজোরামের মুখ্যমন্ত্রী হিসাবে। সদ্য মিজোরাম বিধানসভা ভোটে বিজেপি, কংগ্রেসকে ছাপিয়ে কাঙ্খিত জয় ছিনিয়ে নিয়েছে লালডু হোমার পার্টি। তিনি ছাড়াও মিজোরামের ১১ জন জোরাম পিপলস মুভমেন্টের নেতা মন্ত্রী পদে শপথ নিয়েছেন শুক্রবার। এই শপথপাঠ হয় রাজভবনে। সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। (ANI)
(HT_PRINT) পরবর্তী ফটো গ্যালারি