দিল্লির নির্বাচনে পালাবদল ঘটে গিয়েছে। আম আদমি পার্টি (আপ)-এর হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে বিজেপি। ফলত, মুখ্যমন্ত্রিত্ব গিয়েছে অতিশী মার্লেনার। এবার তাঁর নিরাপত্তার বহরও কমানো হল। আজ (মঙ্গলবার - ২৩ এপ্রিল, ২০২৫) দিল্লি পুলিশকে তেমনই নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। সেই𒅌 অনুসারে - এত দিন জেড ক্যাটেগরির সুরক্ষা পেতেন অতিশী। এবার তা কমিয়ে করা হবে - ওয়াই ক্যাটেগরির।
উল্লেখ্য, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কোন স্তরে⛄র নিরাপত্তা প্রদান করা হবে, অমিত শাহের মন্ত্রকের কাছে তা জানতে চেয়েছিল দিল্লি পুলিশ। এদিন তারই জবাব দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। জানা গিয়েছে, আপ নেতা তথা দিল্লির আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নিরাপত্তা নিয়েও একই প্রশ্ন করা হয়েছে দিল্লি পুলিশের তরফে।
সংশ্লিষ্ট এক আধিকারিক জানিয়েছেন, অতিশীর উপর হামলা হতে পারে, বা তাঁর কোনও বিপদ ঘটতে পারে, আপাতত এমন কোনও আ♐শঙ্কা নেই। গোটা বিষয়টি খতিয়ে দেখেই তাঁর নিরাপত্তার বহর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওই আধিকারিক আরও জানিয়েছেন, এই বিষয়ে যখন প্রথম দিল্লি পুলিশের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জানতে চাওয়া হয়েছিল, ꦦপ্রথমে অমিত শাহের মন্ত্রকের তরফে জানানো হয়, আপাতত কেজরিওয়াল বা অতিশ🌠ী, কারও নিরাপত্তাই কমানোর প্রয়োজন নেই। কিন্তু, পরে অতিশীর নিরাপত্তা জেড ক্যাটেগরি থেকে কমিয়ে ওয়াই ক্যাটেগরি করার নির্দেশ দেওয়া হয়।
এর ফলে অতিশীর নিরাপত্তায় বেশ কিছু রদবদল করা হবে। যেমন - এবার থেকে তাঁকে পাহারা দেওয়ার জন্য প্রায় ১২ জন𓂃 নিরাপত্তাকর্মী বহাল থাকবেন। তাঁদের মধ্যে দিল্লি পুলিশের দুই কম্যান্ডোও থাকবেন। এছাড়া, আগে অতিশীর কনভয়ে যে পাইলট কার থাকত, এবার সেটা তুলে নেওয়া হবে।
প্রসঙ্গত, রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিধায়ক, সাংসদ, মন্ত্রী - সকলকেই নির্দিষ্ট পর্যালোচনার ভিত্তিতে নিরাপত্তা প্রদান করা হয়। কার কতটা বেশি নিরাপত্তার প্রয়োজন, কার কতটা ক্ষতি হওয়ার বা হামলার মুখে পড়ার আশঙ্কা রয়েছে, সেই সমস্ত কিছু খতিয়ে দেখেই বিভিন্ন ক্যাটেগরির নিরাপত্তা প্রদান♓ করা হয়।
এই গোটা প্রক্রিয়াটি সারা হয় - গোয়েন্দা বিভাগ, একাধিক নিরাপত্তাবাহিনী এবং কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের মধ্যে থাকা সমন্বয়ের ভিত্তিতে🃏। দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসার পরই অতিশীকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হত। কিন্তু, এবার সেই নিরাপত্তাবেষ্টনী বেশ খানিকটা লঘু করা হল।
উল্লেখ্💮য়, এর আগে দিল্লি পুলিশের তরফে প্রস্তাব দেওয়া হয়েছিল, যাতে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, আপ বিধায়ক অজয় দত্ত এবং দিল্লির প্রাক্তন অধ্যক্ষ রাম নিবাস গোয়েলের জন্য বরাদ্দ ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়।