পেটিএম-এর প্যারেন্ট কোম্পানি ওয়ান৯৭ কমিউনিকেশন ১৮ হাজার ৩০০ কোটি টাকার ইনিশিয়াল পাবলিক অফারিং ইস্যু করে গত ৮ নভেম্বর। তিন দিনের শেয়ার বিক্রিতে প্রাইস ব্যান্ড ধার্য করা হয় ২,০৮০-২,১৫০ টাকা প্রতি শেয়ার। বুধবার, ১০ নভেম্বরই ছিল IPO-র অন্তিম দিন। আর সেই দিনই সম্পূর্ণভাবে সাবস্ক্রাইবড হয়ে যায় সংস্থার শেয়ার। মোট ১৮,৩০০ কোটি টাকা মূল্যের আইপিও লঞ্চ করেছিল পেটিএম। এটিই ভারতেরౠ সর্বকালীন ব🐟ৃহত্তম অঙ্কের পাবলিক ইস্যু বলে মনে করা হচ্ছে। আপনিও এই আইপিও সাবস্ক্রাইব করতে আবেদন জানিয়েছিলেন? তাহলে বম্বে স্টক এক্সচেঞ্জ () বা লিঙ্ক ইনটাইমের () ওয়েবসাইটে গিয়ে নিজের আবেদনের স্টেটাস জানতে পারেন।
বম্বে স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে কীভাবে স্টেটাস দেখবেন:
১) বিএসই-র ওয়বসাইটে লগইন করে ইক্যুইটি বিকল🐬্প নির্ব☂াচন করুন
২) ইস্যু নামের অধীনে – ড্রপ ডাউন বক্স থেকে পেটিএম আইপি♛ও নির্ব🏅াচন করুন
৩) অ্যাকনলেಞজ স্লিপের মত✃ো আবেদন নম্বরটি সঠিকভাবে লিখুন
৪) প্যান নম্বর লিখুন
৫) এটি সম্পন্ন হয়ে গেলে, আপনাকে ক্যাপচা♐তে ক্লিক করতে হবে
৬) অবশেষে সার্চ বোতামে ক্লিক করুন
লিঙ্ক ইনটাইমে কীভাবে নিজের আবেদনের স্টেটাস দেখবেন:
১) ইনটাইমের ডিরেক্ট লিঙ্কে গিয়ে লগইন করুন। এখানে আপনি হয় প্যান, অ্যাপ্লিকেশন নম্বর বা ডিপিআইডি-ক্লায়🌞েন্ট আইডি কম্বিনেশনের উপর ভিত্তি করে বরাদ্দের সඣ্থিতি অ্যাক্সেস করতে পারেন
২) যেই উপযুক্ত বিকল্পটি ব্যবহার করতে চান ত♚া নির্বাচন করুন এবং বিবরণ লিখুন (প্যান / আবেদন নম্বর / ডিপিআইডি-ক্লায়েন্ট আইডি)
৩) অবশেষে, সার্চ বোতামে ক্লিক করুন।