6 percent interest on Allowance Arrear: ৬% সুদ সহ বকেয়া ভাতা দিতে হবে বাংলার সরকারি কর্মীদের, রাজ্যের কান মুলে দিল আদালত Updated: 16 Jun 2024, 01:02 PM IST Abhijit Chowdhury বাংলার সরকার পোষিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক বা শিক্ষিকাদের মুখে হাসি ফুটিয়ে বড় রায় দিল কলকাতা হাই কোর্ট। এই আবহে তাঁদের পকেটে আসতে চলেছে বকেয়া ভাতা। সঙ্গে মিলবে ৬ শতাংশ হারে সুদ।